শীতের অবকাশ যাপনের জন্য গগন নামের ছেলেটা নিকট স্বজনদের সাথে বান্দরবান বেড়াতে গিয়েছিল। রিসাের্টে এক রাতে খুন হয়ে গেল সে! কে বা কারা তীক্ষ একটা কিছু দিয়ে তার দেহটা এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। লােকাল থানার ওসি ইন্সপেক্টর লােকমান ভেবে পাচ্ছিলেন না— কী কারণে আর কার হাতে গগনকে এই নির্মম পরিণতির শিকার হতে হলাে। তারপর রিসাের্টের একজন অতিথি ঘটনাস্থলে এসে হাজির হলেন। তিনি আর কেউ নন, খ্যাতিমান গােয়েন্দা অলােকেশ রয়। অলােকেশ কি পারবেন জটিল এই রহস্যের কিনারা করতে? গুপ্তি গল্পটি এই থ্রিলার গল্পগ্রন্থের উজ্জ্বলতম সংযােজন। সাতটি ভিন্নধর্মী তদন্ত কাহিনির সমাবেশ ঘটেছে এই গল্পগ্রন্থে। প্রতিটি গল্পের মূলে রয়েছে হত্যারহস্য ও তার বিস্ময়কর সমাধান। এভাবেই খুন হয়ে যায় নামক গল্পে তদন্ত কর্মকর্তারা নামেন বুলেট নামের এক তরুণের হত্যারহস্য উন্মােচন করতে। শ্বাসরােধ করে কে যেন মেরেছে তাকে। খুন-খারাপি গল্পটিতে দেখা যায় শীতলক্ষ্যার পানিতে ভেসে উঠেছে অপরিচিত এক তরুণের লাশ। সারা শরীর ক্ষত-বিক্ষত। পুলিশের সন্দেহ এই লাশ জুম্মনের। কে। এভাবে মারল তাকে? ওদিকে মরণছােবল গল্পে চৌকশ কাস্টমস কর্মকর্তা ফারাবী অকস্মাৎ মারা গেলেন? কী ছিল এই অদ্ভুত মৃত্যুর নেপথ্যে? বইটির প্রতিটি গল্পের শেষ পর্বে এসে পাঠক বিস্মিত হবেন। একটি গল্পের উস্কর্ষ যেন ছাড়িয়ে গেছে অন্যটিকে। জনপ্রিয় কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের গল্পগ্রন্থ গুঞ্জি থ্রিলার সাহিত্যের জগতে এক ব্যতিক্রমী প্রয়াস।