ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামেই আছে যাবতীয় কল্যাণ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আছে ইসলামের এমন বিধান—যা আমাদের জীবনকে করতে পারে পরিপূর্ণ। দিতে পারে মুক্তি। উভয় জাহানের কল্যাণ কেবলই ইসলামের সাথে সম্পৃক্ত। . প্রিয় বোন, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। তোমরাই তো সকল নবি-অলি আর শহিদের জন্মদাত্রী। তোমাদের দ্বারাই তো এই পৃথিবী আর তার ভেতরের সকল কিছু পেয়েছে পূর্ণতা। এই পূর্ণতা কেবলই তোমাদের মাধ্যমে। . প্রিয় বোন, পাশ্চাত্য সমাজ তার আধুনিকায়ন নীতির মাধ্যমে তোমাকে ধোঁকার সাগরে টেনে নিচ্ছে। তোমার ইজ্জত-আব্রুর বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে একের পর ভয়ানক হামলা। তোমাকে টেনে নিচ্ছে মহান রবের বিরোধিতায়, ফলে তুমি এগিয়ে যাচ্ছ জাহান্নামের দিকে। হারাচ্ছ তোমার ঈমান-আমল আর পবিত্রতা। সুযোগে লুফে নিচ্ছে তোমাকে দেওয়া আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। . প্রিয় বোন, এবার তবে ফেরো। আল্লাহর দিকে তোমার কদম প্রসারিত করো। আধুনিকতার নামে মিথ্যার এই ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসো। আল্লাহর প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত হয়ে নিজেকে সৌভাগ্যমণ্ডিত করো। তবেই তোমার জীবন সফল, তবেই মিলবে তোমার মুক্তি। . তোমার সেই মুক্তির পথ বাতলে দিতেই এই আয়োজন। এই আয়োজন তোমার এবং তোমার মতো বোনদের জন্য। এই গ্রন্থটিতে তোমার জন্য অপেক্ষা করছে তোমার হিদায়াতের বার্তা। যা তোমাকে দেখাবে সহজ-সরল পথ। যৌবনকে একত্ববাদের নুরে রাঙাতে চাইলে—অবগাহণ করো বইটিতে।