"মানুষের মুক্তির মতো কবিতারও মুক্তি আছে।... মুক্ত কাব্য কখনো সাহিত্যের পক্ষে অনর্থকর নয়, সেখানে এক স্বাধীন চেতনা আপন আনন্দে ছড়িয়ে আছে, যা সাহিত্যের কল্যাণেরই মূল।" - সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা শহর জুড়ে চারিদিকে নামি-দামি পত্রিকার ছয়লাপ, জন্ম নিয়েছে অসংখ্য লেখক-কবি-সাহিত্যিক; তাদের মাঝে সেরার সেরা কে? না কেউ নয়, হ্যাঁ; ঠিক শুনছেন, অন্যরা সেরা হলে তাহলে আপনি নিজে কী! চলতি জীবনে রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রশ্নটা নিজেকে করুন, আচ্ছা ভালো থাকতে কী লাগে? ব্যস্ততার শহরে অপেক্ষা করে মনখারাপ? কখনো শোনা হয়েছে রাতের আকাশের তারা'রা কি বলতে চায়! ক্লান্তি শেষে ফিরতি পথে কেউ দু-মুঠো স্বপ্ন উপহার দেয়? শহরে এক নতুন রোগের আবির্ভাব হয়েছে, এই প্রায় দু-বছর আগে থেকে। সব ছোট ছোট ছেলে-মেয়েরা প্রেমে আঘাত পেয়ে কবিতা লিখছে, সাহিত্যচর্চা করছে। কিন্তু তারা আসলে জানেই না সাহিত্য কী? কবিতা কাকে বলে? আর কী হবে তা জেনে, এই অজানাতেই ভালো থাক না সবটা। যদি এমন বিচ্ছেদ মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে, তাহলে শত প্রেমে পড়া আর বিচ্ছেদ হওয়া ভালো। যারা বলে নতুনদের দ্বারা কিছু হবে না, তারা দেখুক সকলে কেমন লিখছে, সাহিত্যচর্চা করছে। আজকাল সবাই সোশ্যাল জগৎ কিংবা মুঠো ফোনে খেলায় ব্যস্ত হয় না; কেউ কেউ নিজের পরিচয় গঠনেও উদ্বিগ্ন হয়ে থাকে। শত প্রবীণদের শুভেচ্ছাবার্তা গ্রহণ করে, অবিরাম শত নবীনদের কলম চলতে থাকুক।