জীবন আমাদের খুব বেশি বড় নয়। কিন্তু এই এক জীবনে মানুষের অনেক আশা, স্বপ্ন, কল্পনা জল্পনা বিদ্যামান। কেউ পড়তে ভালোবাসে তো কেউ লিখতে। কেউ টাকা কামাতে ভালোবাসে তো কেউ খরচ করতে। কেউ দু'মুঠো অন্নের আশায় ছুটে তো কেউ দালানে আয়েশে ঘুমে মত্ত থাকে। সবাই কত কিছুই না চায়। এটাই স্বাভাবিক, আমিও চাই। আমি চাই খুব করে পড়তে। পড়ে একদিন অনেক বড় কিছু হবো। কিন্তু সেই আশা অতীত হয়ে গেছে। যেদিন বিয়ে নামক সম্পর্কে জড়িয়েছিলাম। কবর হয়েছে সেই তরতাজা স্বপ্নগুলোর। মানুষ স্বপ্ন ভঙ্গ হলে নতুন করে স্বপ্ন দেখে। আমিও ঠিক তেমন। এক স্বপ্ন ভঙ্গ হওয়ার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। হৃদয়ে হরদম বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকমের অনুভূতি আসে। রূপ নেয় কবিতার কিংবা বাক্যের। আমি চেষ্টা করি সেই অনুভূতি একটা ডায়েরীতে বন্দী করতে। আমি যেমন খুব পড়তে ভালোবাসি তেমনই লিখতেও ভালবাসি। হৃদয়ে সৃষ্টি হওয়া সেই জমানো অনুভূতি গুলোর সংমিশ্রণে আমার "স্মৃতির দহন" একক কাব্যগ্রন্থটি। চেষ্টা করেছি অনুভূতি গুলোকে সুন্দর, সাবলীল, এবং সহজ ভাষায় রূপ দিতে। জানিনা কতটুকু সক্ষম হয়েছি এতে। এটা আমার প্রথম প্রাপ্তি। জানি ভুল ত্রুটির অভাব হবে না। আমার পাঠক সমাজের কাছে একটাই চাওয়া,"স্মৃতির দহন" কাব্যগ্রন্থে কোন প্রকার বানান, শব্দ চয়ন, ভালো না লাগা যে কোন বিষয় আপনার চক্ষুগোচর হলে সরাসরি বিনা দ্বিধায় অবহিত করবেন আমায়। ইনশাআল্লাহ ভুলগুলো থেকেই নতুন করে শেখার চেষ্টা করবো এবং পরবর্তীতে আরো ভালো কিছু পাঠকদের দেওয়ার চেষ্টা করবো। আপনাদের ভুল ধরিয়ে দেওয়ায় লজ্জিত নয় বরং আপনাদের নিকট চির কৃতজ্ঞ থাকবো সবসময়। ভালোবাসা আমার পাঠক সমাজ, আমার সকল প্রিয়জন, আমার