কন্যা সন্তান আল্লাহর রহমত যে নারী উত্তম নারী সতেজ মন সজীব জীবন
শাইখের আলোচনায় সবিশেষ প্রধান্য পায়—বিবাহ, বহু বিবাহ, দ্রুত বিবাহ, পুণ্যময় স্ত্রী, যুবসমাজ, সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের মূল কারণ ও এর থেকে উত্তরণ; সেই সাথে স্থান পায় মুসলিম-বিশ্ব, জয়-পরাজয়, নারী-অধিকার, মানবাধিকার, সুস্থ সুখি পরিবার ও সমাজ গঠন, সুস্থ খাদ্যাভ্যাস, দুশ্চিন্তামুক্ত জীবন, হেলদি লাইফ-স্টাইল, উত্তম আহার, এক্টিভিটি, প্রডাক্টিভিটি, চিকিৎসা, স্বাস্থ্য-সচেতনতা, আত্মশুদ্ধি, চিন্তাশুদ্ধি, ইতিহাস, বিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্ব, প্রাচ্য-সংকট; বৈশ্বিক, অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট ও বিপর্যয়, বিশ্ব-রাজনীতি ইত্যাদি বিষয়াদি। প্রতিটি বিষয়ই স্থান পেয়েছে বক্ষ্যমাণ বইটিতে। এক একটি বিষয় বিশ্লেষিত—কুরআন-সুন্নাহ, জীবন, ন্যায্য, নৈতিক, আদর্শিক, বাস্তবিক, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক মানদণ্ডে। তিনি আলোচনা, পর্যালোচনা, বিচার ও বিশ্লেষণে একাধারে একজন প্রাজ্ঞ, তত্ত্বজ্ঞ, বিচক্ষণ ও ইনসাফপূর্ণ ব্যক্তিত্ব। তার লেকচার শুনে উপকৃত হচ্ছেন বহু তরুণ-তরুণী; শুধু মুমিনই নয় অমুসলিমরাও উপকৃত হচ্ছেন তার বক্তব্য থেকে; খুঁজে পাচ্ছেন আঁধার ছেড়ে আলোর পথের দিশা। . বই- সতেজ মন সজীব জীবন মূল- মুফতি তারিক মাসউদ হাফি. পাকিস্তান লেকচার অনুবাদ ও সংকলন- মুফতি আরিফ মাহমুদ সম্পাদনা- আয়ান সম্পাদনা টিম বাইন্ডিং- হার্ডকাভার . নারীরা হল মায়ের জাতি। একজন আদর্শ মা আদর্শ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন সন্তান জন্মলাভের পর থেকে মাতৃক্রোড়ে বসবাস করতে থাকে। তখন থেকেই শুরু হয়ে যায় সন্তানের শিক্ষা দীক্ষা। মাতৃক্রোড়ে থাকাবস্থাতেই শিশু শিখতে থাকে। স্বভাবতই শিশুরা মায়ের অনুকরণ করে। যে নারী যত বেশি সম্ভ্রান্ত এবং উত্তম আখলাকের অধিকারী থাকে সে নারী ততবেশি তার সন্তানদেরকে আখলাক ও চরিত্রের শিক্ষা দান করে। ফলে আদর্শ নারীর সন্তান স্বাভাবিকভাবেই আদর্শ সন্তান হয়ে থাকে। ইসলাম মানবতার ধর্ম, সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম ধর্মে সকলেই সমান। ইসলাম নারীকে দিয়েছে তার আসল মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা। যে মর্যাদা ইসলামের পূর্বে কোনো জাতি গোষ্ঠি কিংবা ধর্ম ও মতবাদ দিতে পারেনি। সোনালী যুগের মায়েরা ছিলেন আদর্শবান নারী। তারা সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতেন। তাদেরকে শ্রেষ্ঠ আলেম ও সৈনিকে পরিণত করতেন। কিন্তু বড় আফসোসের বিষয় হল, উম্মতের মায়েরা আজ সেসব বীর সেনানী ও শ্রেষ্ঠ আলেমদের প্রস্তুত করতে পারছে না। উম্মাহর প্রয়োজন আজ সেসব মায়েদের; যারা নিজেদের সন্তানকে ওয়াকফ করে দেবে লিওয়াজহিল্লাহ। সেই সব মায়েদের জাগিয়ে দিতে, তাদের কর্ণকুহরে রাসুলের মূল্যবান বাণীগুলোকে গেঁথে দিতে আমার এ ছোট্র প্রয়াস।