বন্ধুরা, তোমরা অনেকেই স্কুল—কলেজের পরীক্ষা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছো। এত ব্যস্ততার মাঝে একটু আনন্দ দিতে সেপ্টেম্বর—২০২২ সংখ্যা নিয়ে হাজির হয়েছে তোমার প্রিয় কিশোর বাংলা। বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বাংলাদেশের শিশু কিশোরদের প্রতি তাঁর রয়েছে অসীম মমতা। বৈশ্বিক নানা সংকটের মাঝেও তাঁর নেতৃত্বে বাংলাদেশের অবস্থান রয়েছে সুসংহত। বাংলাদেশের উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে তোমরাও শিক্ষা নিতে পারো। বিগত দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নকে ধরে রাখতে তাহলে তোমরাও একদিন ভূমিকা রাখতে পারবে। বন্ধুরা, আমাদের দেশ বর্তমানে সারাবিশ্বের মতোই নানা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। যুদ্ধ, খাদ্য সংকট ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশকে মারাত্মকভাবে ভোগাচ্ছে। আমাদের আশেপাশের অনেক মানুষ এই কষ্টের ছেঁায়া পাবে। তোমরা তাদের প্রতি থেকো আন্তরিক, প্রয়োজনে তাদের সাহায্য করার চেষ্টা করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।