আল্লাহ তাআলা কিছু সময়কে অতিরিক্ত মর্যাদা ও মাহাত্ম্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। যেমন, সোমবার এবং বৃহস্পতিবার, আরাফার দিন, শাবান মাস, রমযান মাস, জিলহজের প্রথম দশদিন, জুমার দিন ও অন্যান্য দিবস। এ সকল দিনে আমল ও ইবাদতের জন্য আল্লাহ তাআলা বান্দাকে অধিক সাওয়াব দান করেন। সেইসাথে এমন কিছু ফযিলতপূর্ণ সময় রয়েছে, যে সময়ে আল্লাহ তাআলা আসমানের দুয়ার খুলে দেন। অধিকাংশ মানুষ এ ব্যাপারে অজ্ঞ ও অসচেতন। তাই মুমিন হিসেবে সকলের উচিত ফযিলতপূর্ণ উক্ত সময়গুলোর ব্যাপারে অবগত হয়ে বেশি বেশি নেক আমল করা। বিশেষভাবে তখন বেশি বেশি দুআ করা। কেননা, তখন দুআ কবুল করা হয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। আসমানের দুয়ার খুলে দেয়া আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার নিদর্শন এবং যে সময়ে আসমানের দুয়ার খুলে দেয়া হয় সে সময়গুলো অত্যন্ত দামি ও মর্যাদাময়। তখন বান্দা যে আমল করে আল্লাহ তা কবুল করে নেন। আবার কিছু কিছু সময় এবং কাজ আছে যেগুলো করলে আল্লাহ মুখ ফিরিয়ে নেন, তখন সেই আমলগুলো আসমান পেরিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারে না অর্থাৎ কবুল হয় না। দেখা গেল সারাদিন আমল করলাম কিন্তু সেগুলো আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারল না আমাদের ত্রুটির কারণে। কী কী কারণে আমল কবুল হয় না, তা জানা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। এই বইটিতে সেই কারণগুলোও বিশদ ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে।
ড. মুহাম্মাদ ইব্ন ইবরাহীম আন-নাঈম আরব-বিশ্বের প্রখ্যাত শায়খদের অন্যতম। তিনি একাধারে কুরআনুল কারীমের অতীশ্রুতিমধুর তেলাওয়াতকারী, দাঈ, ঈমাম ও খতীব। তিনি ১৩৭৮ হিজরী ১ রজব জন্মগ্রহণ করনে। ২০০১ ঈসায়ী মিসরের ইস্কান্দারিয়্যাহ বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে (Financing in the Agricultural Sector) পিএইচডি ডিগ্রি লাভ করনে। ১৪২৮-৩২ হিজরী সৌদি আরবের আল আহসায় অবস্থিত কিং ফায়সাল বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে জর্দানে অবস্থান করনে। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি ইন্তিকাল করেন। ড. নাঈম আরবী ভাষায় বহু গ্রন্থ রচনা করে গেছেন। দুনিয়ার স্বল্পস্থায়ী জীবনে বহুমুখী নেকী অর্জনকারী আমলের মাধ্যমে অনন্ত আখিরাতের পাথেয় সংগ্রহ করার বিষয়টিই তার রচনাবলির মূল প্রতিপাদ্য।