কিশোর জ্ঞান-বিজ্ঞান সিরিজের ষষ্ঠ বই খেলাধুলা। এ বইতে খেলাধুলা-সম্পর্কিত যত ধরনের প্রশ্ন মাথায় আসতে পারে, তার অনেক কিছুই দেওয়া হয়েছে। বইটি রচনায় আমরা সাহায্য নিয়েছি মূলত Encyclopedia of Sports জাতীয় বইয়ের। এসব বইতে খেলাধুলা নিয়ে গুরুত্বপূর্ণ যেসব তথ্য রয়েছে, তার প্রায় সবই বর্তমান বইটিতে সন্নিবেশিত হয়েছে। আমাদের বিশ^াস, এ বই পড়ে খেলাধুলা বিষয়ে শিশুকিশোরদের জ্ঞান যথেষ্টই সমৃদ্ধ হবে। কিশোর জ্ঞান-বিজ্ঞান সিরিজের উদ্দেশই বিভিন্ন বিষয়ে শিশুকিশোররা যাতে তাদের মনের অজানা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পায় সেদিকে লক্ষ রাখা। তাই আমরা এ সিরিজের অধীনে ১২টি বিষয়ভিত্তিক বই প্রকাশ করেছি। সেগুলো হলো পৃথিবী, প্রকৃতি, মহাশূন্য, প্রাণিজগৎ, মানবদেহ, বৃক্ষ, বিজ্ঞান ও প্রযুক্তি, দেশ ও জাতি, আবিষ্কার, পাখি, খেলাধুলা ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি। বইগুলো রচনায় বিভিন্ন বিদেশি গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে Tell Me Why series, Children's Encyclopedia, Question and Answer Encyclopedia, The Giant Book of Questions and Answers,1000 Questions and Answers, Tell Me When series--সহ আরো বেশ কিছু বই। আমরা চেষ্টা করেছি স্বল্প আয়তনের এই বইগুলোর মধ্যে সর্বোচ্চ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে। বিষয়ভিত্তিক এ বইগুলোতে যতটা সম্ভব নির্ভুল তথ্যের সম্ভার ঘটানো হয়েছে। শুধু শিশুকিশোর নয়, আমাদের দৃঢ় বিশ্বাস কিশোর জ্ঞান-বিজ্ঞান সিরিজের এ বইগুলো বড়োদেরও উপকারে আসবে। কিশোরদের জন্য বিষয়ভিত্তিক এ রকম বইয়ের যে অভাব রয়েছে আমাদের দেশে, এপিপিএল সেই অভাব কিছুটা হলেও যদি পূরণ করতে পারে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।