শামীম খান যুবরাজ, স্বপ্নবাজ এক যুবকের নাম। এক প্রতিশ্রæতিশীল ছড়াশিল্পীর নাম। ছড়ার পাশাপাশি তিনি ছোটোদের গল্পও লিখে যান সমানতালে। ছড়াগল্প, বড়দের গল্প, কবিতা, কিশোরকবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ, রম্যরচনাসহ সাহিত্যের প্রায় সব অঙ্গনেই তাঁকে খুঁজে পাওয়া যায়। তিনি মূলত শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যই তাঁর পছন্দের জায়গা। তাঁর কৈশোরও ছিল কিশোরকবিতার মতো, ডানপিটে। যুবরাজ জন্মেছেন ১৯৮৩ সালের ৩ ফেব্রæয়ারি, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মায়ানীতে। বেড়ে উঠেছেন ফুলপাখিদের ভিড়ে, সবুজের সমারোহে। কিশোর বয়স থেকেই লেখালেখি শুরু করেন, তাঁর প্রথম লেখা ছাপে ১৯৯৪ সালে শিশু কিশোর পত্রিকা মাসিক টইটম্বুরে। ভ্রমণ করেছেন পবিত্রনগরী মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, জিজান, মাসকাট, কলকাতা, ভেলোর, চেন্নাইসহ তামিল নাডুর প্রত্যন্ত অঞ্চল। যুবরাজের মূলনাম সাখাওয়াত হোসেন। পারিবারিক জীবনে বাবা, মা, স্ত্রী ছাড়াও তাঁর সংসারে আছে ফুটফুটে দুটি ফুল। ছেলে ‘শায়ান’ আর মেয়ে ‘শব্দ’ শামীম খান যুবরাজের প্রতিদিনের খেলার সঙ্গী। পেশা ব্যবসা। বর্তমানে নিউ ভিশন ট্রেডিং (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সৌদি আরব প্রবাসী এই লেখক লেখালেখির স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে পেয়েছেন ‘খবরিকা সেরা গল্পকার পদক’ ও ‘চট্টগ্রাম সাহিত্য কেন্দ্র পদক’।
শামীম খান যুবরাজ, শিশুসাহিত্যিক ও ছড়ার কবি। জন্ম : ৩ ফেব্রুয়ারি ১৯৮৩ চট্টগ্রামের মীরসরাইতে।এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা : ২৬টি । ছড়া, কিশোরকবিতা, শিশুতোষ গল্প, কবিতা, সমকালীন গল্পসহ সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করে থাকেন।