কৈশোর ও তার সমস্যা নিয়ে সব দেশেই নানা দিক থেকে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা হচ্ছে। কৈশোরের বিকাশ ও পরিণতি ধীরে-সুস্থে ঘটে না। আকস্মিক ঝড়ের মতো কৈশোরতরঙ্গ এসে জীবনকে তোলপাড় করে। বয়সন্ধিকে নিয়ে অনেক কাব্যিক বর্ণনা রয়েছে। কৈশোরের সমস্যা কেবলমাত্র জৈবিক সমস্যা নয়, পাড়া প্রতিবেশী, বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অভিভাবকদের সমস্যা নয়। আবার মনস্তাত্ত্বিক বা সমাজতান্ত্রিকদের একমাত্র সমস্যাও নয়। কৈশোর সমস্যা বহুমুখী। সংক্ষিপ্ত বিবরণে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যুবকদের নিয়ে আমরা যতটা চিন্তা ভাবনা করি কিশোরদের নিয়ে ততটা চিন্তা করি না। যুবকরা বৃহত্তর সমাজের অন্তর্গত। সুতরাং তাদের দাবি-দাওয়া নিয়ে যতটা আলোচনা হয়, কিশোরদের সমস্যা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না। কিশোররা তাদের সমস্যা নিয়ে সোচ্চার নয়। কৈশোরের সমস্যা বয়স্ক সমাজকে বিচলিত করে তোলে। শিল্পোন্নত দেশগুলোতে কিশোর সমস্যাকে অনেক মূল্যায়ন করা হচ্ছে। আমাদের এ বিষয়ে আরো মনোযোগী হতে হবে। কেননা কিশোর সমস্যা নিয়ে আমরা যদি মনোযোগী না হই তবে অদূর ভবিষ্যতে এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। বইয়ের প্রতিটি প্রবন্ধ সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। যা, কিশোর-কিশোরীরসহ অভিভাবকদেরও কাজে লাগবে বলে আমার বিশ্বাস।
জুলফিয়া ইসলাম:কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। গ্রন্হসংখ্যা : ৫৭ টি। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। "মেঘ ছুঁয়েছে স্বপ্ন" তার প্রথম অ্যলবাম। নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন তিনি। আরো কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী,রথীন্দ্রনাথ রায়,রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল,শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। " পদ্মপাতায় জল" তার এই উপন্যাসটির ধারাবাহিক নাট্যরূপ প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (২০১১)। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। ছিলেন শিক্ষকতায় ও সাপ্তাহিক ২০০০-এ। প্রতিষ্ঠাতা: জুলফিয়া ইসলাম সমাজকল্যাণ সংস্হা (JISKS) বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। কর্ণধার: জুই প্রকাশন (JUI) পুরস্কার : বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ১৪২৪ (বাংলা) দেশ পত্রিকা,কলকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম,এ,বি এড। ভ্রমণ:ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই,সৌদি আরব,মালদ্বীপ, ইন্দোনেশিয়া।১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে।এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি,পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি,বাংলাপ্রকাশে আছে ১টি,ন্যাশনাল পাবলিকেশন্সে ও জুই প্রকাশনে আছে ৬ টি বই,প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।