কিতাবের বর্ণনাঃ বিশ্বের সর্বপ্রথম বিজ্ঞানময় তাফসিরি তরজমা ইরফান-উল-কুরআন এর বিশেষত্ব: এতে আয়াতে কারীমা সমূহের পরোতে পরোতে হুব্বে রাসূল ﷺ বিদ্যমান। এতে আদবে মুস্তফা ﷺ সুনিপুণভাবে উচ্চকিত রাখা হয়েছে। রাসূল ﷺ এঁর প্রেম বিভোরতায় কুরআনুল কারীমের সাথে আশেক হৃদয়ের গভীরতর সম্পর্ক স্থাপনে এটি এক অনন্য তরজমা। ভাষা সহজ, সরল, সাবলীল এবং সহজবোধ্য। ভাষা গতিশীল এবং সাহিত্যমানে ভরপুর। ফলে এক আয়াতের পরে পরবর্তী আয়াত পড়ার জন্য পাঠক নিজ থেকেই উৎসাহ বোধ করবেন। এটি যে কোনও বয়স ও যে কোনও শ্রেণীর (মাদ্রাসা বা সাধারণ পড়াশোনা জানা) পাঠকের জন্যেই উপযোগী। এতে ব্রাকেটের ভিতরে সংক্ষিপ্ত আকারে তাফসীর সংযোজন করা হয়েছে যাতে পাঠকের জন্যে আয়াতে কারীমার অর্থ বুঝা সহজ হয়। এতে একই আয়াতের একাধিক হৃদয়গ্রাহী অর্থ করা হয়েছে। একই আয়াতের বহুমাত্রিক অর্থের প্রকাশ পাঠকের হৃদয়ে চিন্তার খোরাক যোগাবে। এটিই প্রথম বিজ্ঞানময় অনুবাদ। বিশেষ বিশেষ আয়াতে কারীমার গভীরতর বিজ্ঞানময় অর্থ প্রকাশে কুরআনুল কারীমের এটিই প্রথম তরজমা। এটি সর্বপ্রথম তাফসিরি তরজমা যার মাধ্যমে কুরআনুল কারীমের বাহ্যিক এবং অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য সাধারণ পাঠকের কোন তাফসীর অধ্যায়নের প্রয়োজন হবে না। সাধারণ অর্থের সাথে অন্তর্নিহিত অর্থ প্রকাশে এটিই বিশ্বের সর্বপ্রথম বিজ্ঞানময় তরজমা। যে সমস্ত আয়াতে কারীমার অর্থ বিকৃতি ঘটিয়ে মানুষের ঈমান-আকিদা নষ্ট করা হচ্ছে তার সঠিক অর্থ এখানে অনুসন্ধান করে আপনি আপনার ঈমান হেফাজত করতে পারবেন। এটি অধ্যায়ন করে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে কোরআনুল কারিমের সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় করতে পারবেন। এটি অধ্যায়ন করে আপনি হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি লাভ করতে পারবেন। আরবি ভাষা পড়তে না জানার কারণে যারা কুরআনুল কারীম অধ্যায়ন করে এর সঠিক অর্থ জানার সৌভাগ্য থেকে বঞ্চিত তাদের জন্যই আমাদের এ প্রয়াস। আরবি হরফ নয় বরং কোরআনুল কারিমের আয়াতে কারীমাগুলোর অন্তর্নিহিত অর্থসহ শুধু সঠিক অর্থগুলো বাংলা ভাষায় লিখে এ কিতাবটি প্রকাশ করা হলো। যারা আরবি ভাষা সঠিক উচ্চারণে পড়তে জানেন না তাদের ক্ষেত্রে বাংলা বর্ণমালায় লেখা কুরআনুল কারীমের আরবি আয়াত ভুল উচ্চারণে তেলাওয়াত করার চেয়ে বরং এর সঠিক অর্থগুলো জেনে নেওয়াই উত্তম। বাংলা অক্ষরে আরবি উচ্চারণ সম্পূর্ণ সঠিকভাবে লেখা যায়না, কিন্তু সবারই উচিত সঠিক উচ্চারণে কুরআন তেলাওয়াত করা, আর না জানলে উচিত তা শিখে নেওয়া। তবে তাও সম্ভব না হলে অন্ততপক্ষে কুরআনুল কারীমের আয়াতে কারীমাগুলোর অর্থ নিজ ভাষায় জেনে তদানুযায়ী জীবন যাপন করা অতি জরুরী। এ বাংলা সংস্করণটিতে কুরআনুল কারীমের আরবি হরফ ব্যবহার করা হয়নি বিধায় বিধর্মীরাও এটি পড়ে কুরআনুল কারিমের অর্থ জানতে পারবেন। মাদ্রাসাগামী নন এমন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষকসহ বিভিন্ন স্তরের পেশাজীবীরাও এ কিতাব পাঠ করে কুরআন কারীমের সঠিক অর্থ অনুধাবন করতে পারবেন ইন-শা-আল্লাহ্।