কিতাবের বর্ণনাঃ পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবাহ এর চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ্ বলেন, ‘‘(হে সম্মানিত নবী!) আপনি বলে দিন, ‘যদি তোমাদের বাপ (-দাদা), পুত্র (-কন্যা), তোমাদের ভাই(-বোন), তোমাদের স্ত্রীগণ, তোমাদের (অপরাপর) আত্মীয়, তোমাদের সম্পদ যা তোমরা (মেহনত করে) অর্জন করেছো, ব্যবসা-বাণিজ্য যার লোকসানের আশঙ্কা তোমরা করো, এবং বাসস্থান যা তোমরা পছন্দ করো, তোমাদের নিকট আল্লাহ্ ও তাঁর রাসূল এবং তাঁর পথে জিহাদ করা থেকে অধিকতর পছন্দনীয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহ্ (স্বীয়) বিধান নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ্ নাফরমান সম্প্রদায়কে হেদায়াত দান করেন না।” রাসূলুল্লাহ ﷺ-এঁর প্রতি সর্বান্তকরণ আদব, সুগভীর ইশক ও ইতাআতই মূলত ঈমান। রাসূলে পাক ﷺ-কে ভালোবাসাই ঈমান। এ ভালোবাসার গভীরতাই মুমিন বান্দার ঈমানের পরিমাপক। “রাসূলে পাক ﷺ-এঁর প্রতি সৃষ্টিকুলের ভালোবাসা” নামক এ কিতাবটির পঠনে প্রাণী, জীবজন্তু ও জড় পদার্থ নির্বিশেষে রাসূলে মুকাররাম ﷺ-এঁর প্রতি সৃষ্টিজগতের অতুলনীয় ভালোবাসা নিবেদনের দালিলিক প্রমাণ সকল আহলে ঈমানের ঈমানী দৃঢ়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে ইন-শা-আল্লাহ্ ওয়া রাসূলুল্লাহ ﷺ ।