যায়, ‘‘ক্ষত হলো সেই স্থান, যেখান দিয়ে তোমার ভেতর আলো প্রবেশ করে’’। তো, নিজেদের অন্তরাত্মায় আলো প্রবেশের সুযোগ তৈরি করে দেয়ার জন্য যাপিত জীবনের নানান পর্যায়ে আমাদের ব্যক্তিগত দুঃখ-অভিমান আর না পাওয়াগুলোর ভূমিকা কি অস্বীকার করা যায়? এই যে বহু প্রার্থনার পরও না পাওয়া, বহুকামনার পরও প্রত্যাখ্যাত হওয়া, বহুবার ছেড়ে যেতে চাইলেও জীবনের যাপন, এসব দুঃখে পুড়েই কি মানুষ খাঁটি হয়? তবে, বিপরীত দিকেও প্রশ্ন থেকে যায় বৈকি! সর্বগ্রাসী পুঁজিবাদ পৃথিবীর সিংহভাগ মানুষকে যে দুঃখের সাগরে ডুবিয়ে রেখেছে, ধর্ষণের পর প্রশ্নবাণের মাধ্যমে আক্রান্ত মানুষটির যে বারংবার ছদ্মধর্ষণ, সংসারের রুটি-রুজি জোগাতে আমাদের যে জীবিত লাশ হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা- এসব দুঃখ কি আদৌ আমাদের খাঁটি মানুষে পরিণত করতে পারে? নাকি গুটিকতকের সুখ নিশ্চিত করতে গিয়ে আমরা শেষ হয়ে যাই প্রতিনিয়ত? দ্বিমুখী এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াও সহজ নয়। খুঁজে পেলে মানুষ আসলে সন্ধান পেত জীবন বদলে দেয়া আশ্চর্য পরশ পাথরের। সেদিক বিচারে স্বপন মিয়া সম্ভবত মানবজীবনের নানামুখী দুঃখের আগুনে পুড়ে খাঁটি হওয়ায় বিশ্বাস রাখেন। কিংবা রাখেন না! তবুও স্বপন মিয়ার ‘জীবন এক নিয়ন্ত্রণহীন ট্রেন’ আদতে মানুষের দুঃখভারাক্রান্ত, কিন্তু প্রবল সম্ভাবনাময় এক মহামূল্যবান জীবনের কথা বলে... শিবলী নোমান সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
স্বপন মিয়া (বইমজুর)। জন্ম ১৯৯২, ১ জানুয়ারি। নকল বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। পড়াশুনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে (ফার্স্ট ক্লাস)। জাগাে হে মানব' (২০০৩) প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। অন্যান্য গ্রন্থ: নবীনগরের আলােকিত মানুষের কথা’ (২০১৬), নবীনগরের ইতিবৃত্ত (২০১৭), স্বপ্ন নিয়ে বাচি (২০১৭), আমার মা (২০১৭), সময়ের পাদটীকা (২০১৭), ‘প্রবাসের কাব্য (২০১৮), কালাে টাকার লাল গােলাপ' (২০২০)। লিখেছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক ভােরের কাগজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে। সম্পাদনা করেছেন মাসিক মােহনা’, ‘অথবা সহ অনেক গ্রন্থ, লিটল ম্যাগ, পত্রিকা। প্রকাশনা ‘পাঁচটি নীলপদ্ম’, ‘স্নেহের প্রতিদান'। ছন্দ নিয়েই বেশি কাজ করেন। সম্ভবত, বাংলা সাহিত্যে তিনিই প্রথম ছন্দের স্ট্যাজ শাে করছেন এবং দর্শকদের যেকোন শব্দের তাৎক্ষণিক ছন্দ মিলিয়ে মঞ্চ মাতাচ্ছেন। যা বিশ্ব-সাহিত্যেও বিরল। ঐতিহ্যবাহী নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় তাঁকে তিতাস পাড়ের ছন্দের জাদুকর’ স্বীকৃতি প্রদান করেন। তাঁকে নিয়ে সাংবাদিক সমীর চক্রবর্তীর করা ছন্দ দিয়ে মুগ্ধ করা এক স্বপনের গল্প প্রতিবেদনটি রাইজিং বিডি ডট কমের শ্রেষ্ঠ প্রতিবেদন নির্বাচিত হয়েছিলাে। জনপ্রিয় টিভি চ্যানেল সময় টিভি, চ্যানেল টুয়েন্টি ফোর’, বাংলা টিভি', মাই টিভি’, ‘প্রথম আলাে, কালের কণ্ঠ', সমকাল সহ দেশসেরা বিভিন্ন গণমাধ্যম বিশেষ প্রতিবেদন। প্রকাশ করেছে লেখককে নিয়ে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, একুশে পদক প্রাপ্ত ‘আলী যাকের লেখককে নিয়ে লিখেন আলাে দিয়ে আলাে জ্বালা’ ফিচার।