আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজকর্মে সৃজনশীলতার ছোঁয়া জীবনকে অর্থবহ করে তোলে, মানুষ পরিচিত হচ্ছে বুদ্ধিচর্চার এবং সৃজনশীলতার আধুনিক দৃষ্টিকোণের সঙ্গে। বেরিয়ে আসছেন মুক্তবুদ্ধির আলোকিত অঙ্গনে। ভাবনা, প্রতিভার মেধাবী আলোয় খুঁজছেন নতুন পথ । মেধাবুদ্ধি নির্মাণের জন্য বুদ্ধিচর্চার উত্তরণ ঘটানো প্রয়োজন । মুক্তির পথ অন্বেষণে প্রয়োজন যুক্তিবুদ্ধি। উপযুক্ত বুদ্ধিচর্চাই মেধাবুদ্ধির নতুন নির্মাণে সহায়তা করবে। পৃথিবীর প্রথম সারির সফল মানুষদের জীবনী অনুসন্ধান করলে দেখা যায়, এরা শুধুমাত্র মেধার জোরে সফল হননি। এদের সফলতার পেছনে আছে আবেগবুদ্ধি এবং মেধার সফল সমন্বয়। বুদ্ধি যতই বেশি হোক— সে বুদ্ধি আবেগের ছোঁয়ায় সঞ্চারিত করতে না পারলে চরম সাফল্য আসবে না আপনার জীবনে। আপনার মনোসামাজিক বুদ্ধি বাড়ান দেখবেন অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার সমাজমনস্কতা বাড়বে। শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে বাড়বে আপনার জনপ্রিয়তা। বাড়বে পারিবারিক আনন্দ। সমাজ, দর্শন আর সাহিত্যের মিশেলে বিজ্ঞানকে উপস্থাপন করা হয়েছে এই বইতে। মেধাবুদ্ধির নির্মাণের সবটুকু আছে এই গ্রন্থে।
জুলফিয়া ইসলাম:কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। গ্রন্হসংখ্যা : ৫৭ টি। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। "মেঘ ছুঁয়েছে স্বপ্ন" তার প্রথম অ্যলবাম। নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন তিনি। আরো কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী,রথীন্দ্রনাথ রায়,রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল,শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। " পদ্মপাতায় জল" তার এই উপন্যাসটির ধারাবাহিক নাট্যরূপ প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (২০১১)। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। ছিলেন শিক্ষকতায় ও সাপ্তাহিক ২০০০-এ। প্রতিষ্ঠাতা: জুলফিয়া ইসলাম সমাজকল্যাণ সংস্হা (JISKS) বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। কর্ণধার: জুই প্রকাশন (JUI) পুরস্কার : বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ১৪২৪ (বাংলা) দেশ পত্রিকা,কলকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম,এ,বি এড। ভ্রমণ:ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই,সৌদি আরব,মালদ্বীপ, ইন্দোনেশিয়া।১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে।এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি,পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি,বাংলাপ্রকাশে আছে ১টি,ন্যাশনাল পাবলিকেশন্সে ও জুই প্রকাশনে আছে ৬ টি বই,প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।