"কবির কথা" প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুগণ অামার সালাম ও শ্রদ্ধা গ্রহণ করিবেন। আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি, সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। সেই সাথে হাজার কোটি দরুদ সালাম জানাই সেই মনবতার মুক্তির দ্রুত্ নবীয়ে কারিম (দঃ) কদম মোবারকে যার জীবন আদর্শ প্রতিনিয়ত আমাকে শিক্ষা দে। লেখালেখির জগতে আমি এক ক্ষুদ্র সৈনিকের মত। পড়া-শুনার পাশা-পাশি, কিছু কিছু লেখতে চেষ্টা করি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল বন্ধুদের প্রতি যাদের সহযোগীতায় আমি ছন্দ মাত্রা ও লেখালেখির বিভিন্ন নিয়ম কানুন শিখেছে আজো শিখে যাচ্ছি। আমার অনেক প্রতীক্ষিত ১ম একক কাব্যগ্রন্থ "পল্লীর প্রেম" অনেক দিনের লালিত একটি স্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। যারা গ্রন্ত্রটি প্রকাশে নিরলস কাজ করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞ। প্রিয় বন্ধুরা, "পল্লীর প্রেম" গ্রন্থটি আমার প্রথম একক কাব্যগ্রন্থ, গ্রন্থটিতে রয়েছে, ভিবিন্ন আঙ্গিকের কবিতা, আমি এই জগতে একজন নবাগত সৈনিক আপনাদের অনুপ্রেরণায় এই দুঃসাহস করেছি, লেখায় ছন্দ,মাত্রা বানানের ত্রুটি থাকলে মার্জনা করে সু-পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন! পল্লীর প্রেম বইটি পাঠে যদি আপনারা সামান্য তৃপ্তি পান তাহলেই আমার সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিনয়াবনত মোহাম্মদ আলমগীর