প্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালাকে স্মরণ করছি। মহান আল্লাহ পাকের ই‧ছায় আমার দ্বিতীয় কবিতার বই ্রএকবস্তি” প’কাশিত হলো। তারপর স্মরণ করছি আমার পরম শ্রদ্ধেয় পিতা—মাতাকে, যাদের কল্যাণে আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি। লেখালিখি করতে আমার বেশ ভালো লাগে। কাজের ব্যস্ততা ও বাস্তবতায় পদপিষ্ট হয়ে প’বল ই‧ছার বহিঃপ’কাশ যথাসময়ে ঘটাতে পারি না। আশেপাশের অনেক পি’য় মানুষও চায় আমি যেন ধারাবাহিকভাবে সাহিত্যচর্চা চালিয়ে যাই। একটি কথা না বললেই নয়, মহান মুক্তিযুদ্ধে দুই ল‣ মা—বোনের ইজ্জত ও ত্রিশ ল‣ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সবুজ—শ্যামল সোনার বাংলাদেশ। এদেশ আমার, আপনার, সকলের। এদেশের সার্বভেদ্বমত্ব অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের সবার। আসুন আমরা সবাই একই সুর মিলিয়ে গাই— ্রআমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”। কিছু সাদামনের মানুষের কথা না বললেই নয়—বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুর রহিম খান, পিপিএম, (সাবেক অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ), রবিউল ইসলাম সোহেল, মহাসচিব, (বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,) মোঃ বিদ্যুৎ জাহিদ (লেখক ও প’ধান কর্মকর্তা মানবিক বাংলাদেশ সোসাইটি) কবি শামছুল হক বাবু, (কবি ও সাহিত্যিক) মোঃ মাজেদুর রহমান মাজেদ, (লেখকও সাংবাদিক), মোঃ ছলিম মুপ্টি—(সভাপতি বিএমএফ ঢাকা মহানগর উত্তর) আলামিন রিয়াদ, (লেখক ও সাংবাদিক) আবুল কাশেম—(গ্রাম্য ডাক্তার), আফিয়া জান্নাত আরবী, খাতুনে জান্নাত জোনাকী, মাহাদী হাসান নিরব, মোঃ মামুন—(চিত্রশিল্পী) মমিনুল ইসলাম কমল (আর্টিস্ট) মাজহারুল ইসলাম রুপক আর্টিস্ট, রাশেদুল ইসলাম(আর্টিস্ট) জাকির হোসেন (আর্টিস্ট) মোঃ রতন, রবিউল, রিয়াদ বাবু, মোঃ মানিক, সুমনা আক্তার, নোমান, রোকশানা, জুলফিকার, আব্দুল মতিন, মারুফ, বাদল, এহসান, কাঁকন তাদেরও কৃতজ্ঞতা জানাই, যারা আমার অতি আদরের ও স্নেহের রক্তকণিকা, যা আমার প্রাণের মাঝে সদা জাগ’ত। সুখ—দুঃখ, ভুলক্রটি নিয়েই মানুষের জীবন। ভুলক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা আমার। পাশাপাশি যেকোনো ধরনের গঠনমূলক সমালোচনা নিঃসন্দেহে গ্রহণীয়। কবি খোকন সরদার