্রকাব্য প’য়াস” কাব্য গ’ন্থের ভূমিকা লেখার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। কিšদ আমিতো কোন কবি সাহিত্যিক নই। সত্যি বলতে কি সাহিত্য জগতে আমার লেখালেখির কোন অভিজ্ঞতাও নেই। কীভাবে আর§¢ করবো ভেবে পাি‧ছলাম না। কিšদ লিখতে হবেই। আমি বিহারীলাল, রবী›্রনাথ ঠাকুরের গীতি কবিতা পড়ে অভ্যস্ত। উনবিংশ শতাব্দীর আধুনিক বাংলা কবিতা ুটি ধারার মধ্যে একটি মহাকাব্য অন্যটি গীতিকাব্যের ধারা। তিরিশের শকে রবী›্র বলয় থেকে বের হয়ে জীবনান› াস, অমিয় চক্রবতীর্, সুধী›্রনাথ ত্ত, বুদ্ধেব বসু গ্য কবিতা লিখে সুনাম অর্জন করেছেন। যেটি কল্লোলের যুগ নামে খ্যাত। কবিতায় বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। কাব্য প্রয়াস কয়েকজন নবীন কবির কবিতা পড়ে আমি মু হয়েছি। তাের প’থম প’চেষ্টা এটা। যিও সব কবিতা এখনো সত্যিকার কবিতা হয়ে উঠেনি। আরো অভিজ্ঞতা এবং মননশীল হওয়া রকার। হয়তো যথার্থ কবি হওয়ার বাসনা তাের আছে। কবিতা লিখেছেন মো: নূরুল ইসলাম, হাবিবুর রহমান, মো: সাইফুল ইসলাম, মো: জামিন উদ্দিন, মো: আলাউদ্দিন, মো: মনিরুজ্জামান, আনোয়ার সাত মুরা, সুবর্ণ কুমার মজুমদার বর্ণ, মাধব চ›্র মন্ডল ও নাজরানা আহমে। কবিতার বিষয় পে’ম, ফুল, নী, পাখি আমাের যাপিত জীবনের বিভিন্ন সমস্যা সামাজিক অসঙ্গতি কবিতার উপজীব্য বিষয়। সামাজিক নানা অনাচার ও বৈষম্য প’বলভাবে আলোড়িত করেছে। বিচিত্র বিষয় এবং চিত্রকল্প চোখের সামনে ভেসে উঠে। গণমানুষের প’তি গভীর মমত্ববোধের প’কাশ ঘটেছে। মানুষের জীবনের হতাশা, বিি‧ছন্নতা, সংগ’ামের একটা ছবি প’তিফলিত হয়েছে বিভিন্ন কবিতায়। কখনো কখনো প’তিবাী চেতনা, সমকালীন আর্থ—সামাজিক, রাজনতিক বিষয় কবিতাকে ভিন্ন মাত্রা িয়েছে। যিও শিল্প সেদ্ব›র্য তেমনভাবে প’তিভাত হয়নি। শিল্প বিচারে অতোটা সমৃদ্ধ হয়নি। তবু আমার মনে হয় নবীন কবিের এ প’চেষ্টা প’শংসার াবীার। বিশেষ করে ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় সেখানে মানবিক মূল্যবোধের অহরহ অবক্ষয় ঘটছে। সেখানে তাের এ প’য়াস আমাের আশাবাী করে। আমরা একটা সু›র আগামীর স্বপ্ন েখি। এ নবীন কবিের জন্য নিরন্তর শুভে‧ছা রইল। আশা করবো কবিতার বইটি সমাৃত হবে। সম্পাদক মো: আব্দুল বারেক