প্রথমত আমি কোনো কবি নই। তাছাড়া কবি হওয়ার নূন্যতম যোগ্যতাটুকুও আমার নেই। তবে নিজের অবান্তর ভাবনাগুলো লিখে যাই সময়ে অসময়ে কলমের কালো কালিতে। শব্দের অঁাকিবুঁকি আর রঙিন অনুভূতিগুলো তুলে ধরতে চাই সকলের মাঝে। আমার কাছে প্রতিটি লেখাই শুধুমাত্র এক একটা অনূভুতি। যদিও এক একটি লেখা একেকজন পাঠক ভিন্ন ভাবে গ্রহণ করবে। হয়তোবা কারো কাছে আমার লেখাগুলো নিতান্তই অখাদ্য। আবার কেউ কেউ লেখাগুলোর প্রকৃত বাস্তবতা বুঝতে সক্ষম হবে। তবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিটি লেখাই আমার কাছে অমূল্য। কারণ প্রতিটি লেখায় জড়িয়ে আছে আমার একেকটি মুহূর্ত, একেকটি প্রেক্ষাপট, একেকটি বাস্তবতা। এই পাণ্ডুলিপিতে স্থান পাওয়া বেশ কিছুকবিতা গত চার—পাঁচ বছরের পুরোনো যেগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ের কবিতা, যা পাঠক পড়া মাত্রই বুঝতে সক্ষম হবেন তবুও আমি এ লেখাগুলো পাণ্ডুলিপিতে সংযুক্ত করেছি, কারণ এই লেখাগুলোই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার প্রথমদিকের অভিব্যক্তি ও কল্পনা; যদিও তখন কাঁচা হাতে শব্দ স্বল্পতায় একই শব্দ বেশ কিছু কবিতায় বারবার এসেছে। বিষয়গুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাস্তবতা, স্বপ্ন ও অনুভূতির প্রেক্ষাপটে লেখাগুলো, মলাটবদ্ধ করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। সর্বশেষ আমার ভাবনার প্রতিফলন এই লেখাগুলো যেন সকল পাঠকের অনুভূতির দুয়ারে কড়া নাড়তে সক্ষম হয়, সেই কামনা করি। — এস আই শিমুল