১. মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - ১ম খণ্ড ২. মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - ২য় খণ্ড ৩. মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - ৩ খণ্ড বিশিষ্ট আমেরিকান ধর্মতত্ত্ববিদ ও সুবক্তা ড. ইয়াসির কাদি ইংরেজি ভাষায় ১০১ পর্বের ভিডিয়ো লেকচারে মহানবি মুহাম্মদের (সা) সমগ্র জীবন ও সময় নিয়ে যে আলোচনা করেছেন, তা ইতিমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। এই বইটি সেই সুদীর্ঘ ভিডিয়ো লেকচার সিরিজের বাংলা গ্রন্থরূপ।
মহানবির (সা) জীবন সম্পর্কে পৃথিবীর দেশে দেশে অজস্র গ্রন্থ রচিত হয়েছে। বাংলা ভাষায়ও তাঁর একাধিক জীবনীর অনুবাদ পাওয়া যায়। তবে অধিকাংশ জীবনীর অনুবাদ সাবলীল ও সহজপাঠ্য নয়। তা ছাড়া, অধিকাংশ জীবনীগ্রন্থ তথ্যবহুল ইতিহাসগ্রন্থের মতো নীরস, যা অনেক সময়ই সাধারণ পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে না।
সেদিক থেকে এই গ্রন্থটি একটি বিরল ব্যতিক্রম। কারণ, এই গ্রন্থে কেবল নবিজির (সা) জীবনকাহিনিই বর্ণনা করা হয়নি, তুলে ধরা হয়েছে সমসাময়িক আরব বিশ্বের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, তাঁর জন্মেরও আগের ঐতিহাসিক ঘটনা ও পরিপ্রেক্ষিৎ। তা ছাড়া, এই বইয়ে নবিজির (সা) জীবন ও সময়ের অনেক ঘটনাকেই আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে, যা গতানুগতিক সিরাহ গ্রন্থগুলোতে পাওয়া যায় না।
এই গ্রন্থের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে মহানবির (সা) জীবন বর্ণিত হয়েছে অনেকটাই গল্পের আকারে, অসংখ্য সত্য ঘটনা বর্ণনার মাধ্যমে। এই গ্রন্থে নবিজির (সা) সাহাবি ও তাবেয়িন ও তাবেয়ি-তাবেয়িনদের সূত্রে উল্লিখিত অনেক ঘটনার মধ্য দিয়ে সামগ্রিকভাবে তাঁর জীবনের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে।
এটি কোনো লিখিত জীবনীগ্রন্থ নয়, বরং মুখে মুখে বলা নবিজির (সা) জীবনকাহিনি। ড. কাদি’র জনপ্রিয় ভিডিয়ো লেকচারের এই গ্রন্থরূপ বাংলাভাষী পাঠকের কাছেও অত্যন্ত আকর্ষণীয় হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
Title
মহানবি মুহাম্মদের (সা) জীবন ও সময় - (১,২,৩ খণ্ড - সেট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকটনিক কৌশল বিভাগের স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ এবং কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রিধারী মাহমুদ হােসেন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে টেলিযােগাযােগ ইন্ডাস্ট্রির দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করেছেন। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তির প্রতি কৌতুহল ও প্রাতিষ্ঠানিক পড়াশােনার পাশাপাশি সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ পারিবারিক আবহে তাঁর মনে ইসলামের ইতিহাস ও ধর্মতত্ত্বের প্রতি গভীর অনুরাগ ও অনুসন্ধিৎসা জন্মে। এসব বিষয়ে তিনি ইংরেজি ও বাংলায় প্রচুর বইপত্র পড়েন; একান্ত নিজের প্রয়াসে শিখছেন আরবি ভাষা। এসবেরই অন্যতম সুফল অত্যন্ত পরিশ্রমসাধ্য এই গ্রন্থ। মাহমুদ হােসেন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের। পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি নানা। সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে এবং লেখালেখিতে। নিয়ােজিত রয়েছেন।