'ইকরা' আমরা জানি 'ইকরা' ইসলাম ধর্মের প্রথম শব্দ বাহক অর্থাৎ 'পড়'। এখানে পড়া বলতে 'প্রভু বা সৃষ্টিকর্তার নামে 'পড়তে বলা হয়েছে। মূলত এ পড়াটা কেবলই উচ্চারণ পদাবলীতে আটকে রাখায় সীমাবদ্ধ নয়, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবা কিংবা সৃষ্টির স্রষ্টাকে খোঁজার ধ্যানও এক পবিত্র পড়া। পড়া হয় ধ্যানে পড়া হয় বোধে পড়া হয় দৈনন্দিন কলে-জলে- মনে- ভাবে- স্মরণে- বরণে। অনুভূতি এক বর্ণনদী যেখানে স্রোত বয়ে যায় অসমাপ্ত বলা কিংবা যুক্তি জলাক্ষর। আমাদের সুর ভাঙে নানান হাওয়ায় ভেতরে পুষে জীবনচ্যুত সারগাম। কখনো কপাল আমাদের শনির-রুমাল, জমে জখম হয় সুখঅতিক্রম করা ঘাম। আয়ু এক চিরসন্ন্যাস অধ্যায়, দমে দমে পড়ে যাই তার প্রমিথিউস শ্বাসভ্রষ্ট কারাবাস। যেনবা কোথাও আমোদ নেই সবখানেই ছেয়ে গেছে বিষন্নতার ফসল! বুকের ড্যানায় ইহুদীবিদ্বেষ ওম, কাল খেয়ে পড়ি কাল-ফাঁদের ভ্রমে। অনুভূতির কাঞ্চিতলায় নাযিল হয় দ্বিখণ্ডিত অথবা বহুখণ্ডিত আলোকলতা। তা পড়ি, ভোগের ভাগাড়ে! কখনো মানুষের উচ্চতাপ বেড়ে গেলে প্রেমিকার নিভৃতে হওয়া ঋতুস্রাবের রঙ আঁকি চোখে, সাদাস্বপ্নের চোখে ঘাই মারে রক্তজ্বর! নিঃশেষ হতে হতে বলি- আমাকে মুক্তি দাও বিবাদের ফেনা, আমি সরল সাঁতারের হাঁপাতে হাঁপাতে তলদেশে যেতে চাই।