চিলেকোঠা পাবলিকেশন ওয়েবজিন হিসেবে প্রথম যাত্রা শুরু করে ২০১৫ সালে। ২০২১ সালে এসে প্রকাশনা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। শুরু থেকেই চিলেকোঠার উদ্দেশ্য ছিল আলাদা ঢঙের কিছু সাহিত্যকর্ম নিয়ে কাজ করা। সে কারণে মানুষের সরল-চিরাচরিত মনস্তত্ত্বকে প্রাধান্য দিয়েই গল্পগুলোকে বেছে নেয়া হয়েছে। গল্পকে যে সিরিয়াসনেসের চশমায় বিচার করা হয়, পাঠকের মনে হতে পারে চিলেকোঠার নির্বাচিত লেখকেরা তার ধার ধারেন না। কিন্তু ব্যাপারটা মোটেও তা না। যদি সত্যিকারের পাঠক দৃষ্টি আপনার থাকে, আপনি যদি লেখাগুলোর সাথে বাস্তবতাকে মেলাতে পারেন তবে আপনি চমকে উঠে ধরতে পারবেন, চিলেকোঠার লেখকদের মধ্যে বেশ অনেকেই নতুন ভাষায় গল্পকে গড়তে চাইছেন। চিরাচরিত ছাঁচ থেকে ছিনিয়ে নিয়ে গল্পকে দিতে চাইছেন মুক্তি। ভাল গল্প নিশ্চয় আরও অনেক আছে। তবে এখানে গল্প বেছে নেয়া হয়েছে শুধু চিলেকোঠার ওয়েবজিনে প্রকাশিত গল্প থেকে। চিলেকোঠার নির্বাচিত গল্পগুলো সাধারণ গড়পড়তা প্রবন্ধের চেয়ে আলাদা এবং চিলেকোঠা বিশ্বাস করে, এ গল্পগুলোর মধ্যে একাধিক গল্প কালের বিচারে সার্বজনীন হিসেবে স্বীকৃত হবে। ভবিষ্যতেও অসাধারণ সব গল্পের খোঁজে চিলেকোঠা তার অনুসন্ধান জারি রাখবে। একটা বিষয় বলে রাখা জরুরি চিলেকোঠার লেখকদের অনেকেই অপ্রমিতে লিখতে পছন্দ করেন বলে কিছু কিছু গল্পে পাঠক শব্দচয়ন ও ভাষার ব্যবহারে বিভ্রান্ত হয়ে যেতে পারেন, কিন্তু চিলেকোঠা লেখকের লিখার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না এবং লেখকের ভাষারীতিকে সম্মান করে।