বর্তমানে যুবক-যুবতিদের ধ্বংসের অন্যতম মাধ্যম হলো রিলেশনশিপ। নবি-রাসুলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম।
একে অপরের সঙ্গে কামনা-বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা-সাক্ষাত, ডেটিং, চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টামি সবই ইসলামে নিষিদ্ধ। এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ।
আমাদেরকে সোজা রাস্তা থেকে সরিয়ে বক্র রাস্তা দেখানোই হলো শয়তানের কাজ। এমনকি আলোর মশাল নিভিয়ে অন্ধকারে নিয়ে যাওয়াই হলো শয়তানের কাজ।
শয়তান আমাদেরকে সরাসরি পথভ্রষ্ট করতে পারে না বিধায় আমাদেরকে নেক সুরতে ধোঁকা দেয়। আর তা হলো, অন্য কাউকে আমাদের কাছে ভালো লাগিয়ে তার পিছনে লাগিয়ে দেয়, যাকে আমরা ‘রিলেশন’ বলে জানি।
বর্তমানে শতকরা আশিজন যুবক-যবতিই ‘রিলেশন’ করে। আর এই ‘রিলেশন’ করেই শয়তান আমাদের সময়কে নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আমাদেরকে।
এমনকি পিতামাতা থেকেও সন্তানকে দূরে সরিয়ে দেয়। তাছাড়াও অনেক যুবক যুবতিরাই সামান্য ছ্যাঁকা খেয়ে নিজের হাত কেটে ফেলে। এমনকি সুইসাইডও করে ফেলে তারা।
একটিবারের জন্যও তারা ভেবে দেখে না এর পরিণাম তাদের কি হবে? তাদের পরিবারের অবস্থা কেমন হবে তখন?