যে দিকে আমার চোখ যায় সে দিকেই আমি দেখতে পাই লাশ আর লাশ, ছয় বছরের মেয়েকে ধর্ষণ করে ফেলে দেওয়া লাশ; আমার মস্তিষ্ক চিবিয়ে খায়! আমি তাকাতে পারি না - লাশ দেখতে পাই লাশ।
আমার বোন বাসে উঠতে পারে না - জানোয়াররা ওড়না ধরে টানে, বাসে বসে থাকা প্রতিটা মানুষকে - আমি লাশ দেখি; লাশ।
আমার বোনকে জানোয়াররা অশ্লীল ভাষায় অপমান করে, কিন্তু বাসে বসে থাকা কোনো মানুষ - তার প্রতিবাদ করে না; লাশের মতো সবাই বসে থাকে।
আমি লাশ দেখি; লাশ! যেদিকে যাই আমি লাশ আর লাশ দেখি!
আমি ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না - না খেয়ে থাকা মানুষের আর্তনাদ শুনি, যেন মরা লাশ চিৎকার করে; আর কেউ যখন সেই লাশের বুকে লাথি মারে - ঘাড় ধাক্কা মারে- আমি সইতে পারি না! মরা লাশের উপরে আঘাত আমি সইতে পারি না। যারা দেখেও না দেখার ভান করে - আমার মন চায় তাদের চোখ তুলে নেই, মন চায় জ্বালিয়ে দেই এই দেশের মানুষকে - যারা প্রতিবাদ করতে পরে না।
আমি লাশ দেখি লাশ! এই সমাজ একটা লাশ।
কিছু মানুষ শকুনের মাংস খেয়ে উঁচু গলায় কথা বলে, আমি তা সইতে পারি না; পতিতারা দরজা খুলে বসে থাকে! আমি থাকাতে পারি না- আমি থাকাতে পারি না।
জুনাঈদ মুন্সী হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানার গাজী নগর গ্রামে ০১/০২/২০০২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৮ সালে গাজী নগর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন ,,এবং চুনারুঘাট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজ বি এ তে অধ্যায়নত আছেন