শাহ্ মোঃ সফিনূর এক বহুমাত্রিক প্রতিভার নাম। জন্ম: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী (উত্তরপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা শাহ্ মোঃ দানিছ আলী ও মাতা মোছাঃ রাবেয়া বেগম।
শিক্ষাজীবনে শাহ্ মোঃ সফিনূর বি.কম (অনার্স), এম.কম, এল.এল.বি (প্রাইম ইউনিভার্সিটি) সম্পন্ন করেছেন। শিক্ষাজীবন শেষে জীবন ও জীবিকার তাগিদে একসময় পাড়ি জমান সুদূর যুক্তরাষ্ট্রে।
সেখানে শত ব্যস্ততার মাঝেও বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষী কবি-সাহিত্যিকদের একই ছায়াতলে নিয়ে আসার জন্য গঠন করেছেন সাহিত্য সংগঠন ‘ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন’।
সংগঠনটি বর্তমানে দেশ-বিদেশে সর্বমহলে সমাদৃত হয়েছে। অসংখ্য কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয়েছে এর প্রাঙ্গন।
কাব্যচর্চায় শাহ্ মোঃ সফিনূর কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। ইতোমধ্যে তাঁর অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। তন্মধ্যে ‘কাব্যকুঞ্জ’, ‘মায়াবী যুগল’, ‘চোখ’, ‘কাব্যরসের হাঁড়ি’, ‘দুপুরবেলার স্টেশন’ অন্যতম।
একজন সামাজিক সংগঠক হিসেবে শাহ্ মোঃ সফিনূর সাহেবের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। ২০০১ সালে নিজ এলাকা তথা জগন্নাথপুরে ‘নবজাগরণ’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশের মধ্যদিয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে আরেকটি ত্রৈমাসিক পত্রিকা ‘জয়ন্তী’ও তাঁর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে।
তাঁর সাংগঠনিক কৃতিত্ব হলো- জগন্নাথপুর ছাত্রকল্যাণ পরিষদ-এর সাধারণ সম্পাদক, সিলেট ল’ কলেজ ছাত্রকল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, সিলেট বিভাগ উন্নয়ন সিলেট মহানগরের আহ্বায়ক, সিলেট লিও ক্লাবের সহ-সভাপতি, পাটলী যুবসংঘের সভাপতির দায়িত্ব পালন করেন।
সম্প্রতি শাহ্ মোঃ সফিনূর সাহেবের পৃষ্ঠপোষকতায় ‘ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন’র ব্যানারে দেশ-বিদেশের কবিদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন ও কবি-গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন এক ঐতিহাসিক ও প্রশংসনীয় উদ্যোগ।
সাহিত্যের সাধক শাহ্ মোঃ সফিনূর সাহেবের সাহিত্যকেন্দ্রীক এরকম সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকুক, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনুক সেই প্রত্যাশা করছি।