আমাদের উচ্চশিক্ষা জগতে অধ্যাপক মোহাম্মদ আলী (১৯৩৪ - ২০২১) একজন শালপ্রাংশু ব্যক্তিত্ব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সরকারী বেসরকারী চারটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বহুরৈখিক অর্জন আর অভিজ্ঞতায় ঋদ্ধ। শিক্ষা প্রশাসক, অনুবাদক, সম্পাদক, গবেষকসহ নানা অভিধা থাকলেও অধ্যাপক আলী মূলত: ইংরেজি সাহিত্যের প্রবাদপ্রতীম শিক্ষক হিসেবে-ই সমধিক খ্যাত।
তবে এই বিখ্যাত অধ্যাপক মিনারবাসী পন্ডিত ছিলেন না। কর্মবীরত্বের স্বাক্ষর হিসেবে ইউজিসি সদস্য থাকাকালে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতিমালা প্রণয়নে অধ্যাপক আলী পুরোধার ভূমিকা পালন করেছেন।
লেখক হিসেবে স্বল্পপ্রজতার তকমা বহন করলেও অধ্যাপক আলীর রচনাসম্ভার বৈচিত্র্যপূর্ণ।
রবীন্দ্র চিত্রকলায় ডুব দিয়ে যেমন মণিমুক্তা আহরণ করেছেন, তেমন পরিশীলিত রম্নচি আর মননশীলতার পরিচয় দিয়েছেন নজরম্নল সঙ্গীত নিয়ে উচ্চমার্গের একাডেমিক লেখা দিয়ে।
তাঁর সাহিত্যিক অভিরম্নচি, কাব্যচেতনা আর বাংলা-ইংরেজি ভাষাদ্বয়ের উপর অসাধারণ দখল আক্ষরিক অর্থেই মূর্ত হয়ে আছে তাঁর অনুবাদকর্ম Selected Poems of Hasan Hafizur Rahman ও সম্পাদিত অভিধান (ডঃ মোহাম্মদ মনিরম্নজ্জামান ও ড: জাহাঙ্গীর তারেকের সাথে) Bangla Academy Bangali to English Dictionare তে