বাংলাদেশের মুক্তিযুদ্ধের উজ্জ্বল ও ব্যতিক্রমী অধায় নৌ-কমান্ডো অভিযান। একাত্তর মধ্য-আগস্টে দেশের বিভিন্ন সমুদ্র ও নৌ-বন্দরে অভাবিত ও আকস্মিক যুগপৎ আক্রমণ নিমেষে পাল্টে দেয়া যুদ্ধের গতি-প্রকৃতি। জীবন-উৎসর্গ করবার অঙ্গীকার নিয়ে আত্মঘাতী কমান্ডো-দলে যোগ দিয়েছিলে এক ঝাঁক তরুণ। তাঁদেরই একজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র মো. অভিযানের পূর্বাপর বৃত্তান্ত। ছাত্র আন্দোলনের এই কর্মী পেয়েছিলেন বঙ্গবন্ধুর স্নেহস্পর্শ, গোড়াতেই ঝাঁপ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, তারপরে চরম গোপনীয়তায় নৌ-কমান্ডো হিসেবে নেন প্রশিক্ষণ এবং দেশের ভেতরে পরিচালনা করেন দুঃসাহসিক বিভিন্ন অভিযান। সাধারণ মানুষের সহযোগিতায় দেশের মুক্তির এই অভিযানের প্রত্যক্ষ বিবরণ সজীব করে তুলেছে অবিস্মরণীয় সেই দিনগুলো, যখন বাংলার তরুণদল করেছিল অসাধসাধন। উজ্জ্বল সেই দিনে অনুজ্জ্বল অনেক ঘটনারও অবতারণা হয়েছিল, পরিস্থিতির সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত কাজে যুক্ত হয়েছিল স্বপক্ষের কেউ কেউ, বিশাল সেউ অর্জনের সময়ে রোপিত হয়েছিল ভবিষ্যৎ দুর্গতিরও বীজ। এই স্মৃতিভাষ্য তাই কেবল সাহসিকতা ও আত্মত্যাগের বৃত্তান্ত নয়, কষ্টিপাথরে মুক্তিযুদ্ধ যাচাই করে নেয়ার প্রয়াসও বটে। সব ছাপিয়ে এখানে মেলে মানবিক অনেক ঘটনার বিবরণ যা আপ্লুত করবে পাঠকের হৃদয়। নবীন প্রজন্মের জন্য এই গ্রন্থ বিশেষভাবে পাঠ্য, বাংলার মানুষ, সমাজ ও ইতিহাসের পরিচয় পেতে এর তুলনা নেই।
Title
জীবন মৃত্যু পায়ের ভৃত্য : বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা