কবি, শিশুসাহিত্যিক জানে আলম লেখালেখির জগতে সরব এক কলম সৈনিক। প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তাঁর ২১টি গ্রন্থ। জানে আলম শুদ্ধ চিন্তার কবি হিসেবে বাংলা সাহিত্যে পরিচিতি লাভ করেছে। মহৎ সাহিত্য রচনায় তিনি ব্রতী।
সাহিত্যকে নিছক ছেলেখেলা হিসেবে নেননি তিনি। মানবিক মূলবোধ প্রতিষ্ঠা করতে তিনি সাহিত্যে নিবেদিত আছেন। নিয়মিত লিখছেন ছড়া, কবিতা, শিশুতোষ গল্প। জানে আলম ভাইয়ের সাথে পরিচয় ও ঘনিষ্ঠতার বয়স এখন ২২ বছর।
কতো বয়স হয়ে গেলো পরিবেশের। কতো কথা, কতো দুঃখ, কতো স্মৃতি বিনিময় হলো দুজনের। কবি জানে আলম এক আধ্যাত্মিক সাধক। কবিতায় তার ছোঁয়া পাওয়া যায়।
আমরা বিশ্বাস বিক্রি করিনি কবির ২২ তম গ্রন্থ। যেখানে আত্মবিকৃতি, আত্মবিস্মৃতি, আত্মবিক্রি, আর বিশ্বাস বিক্রিই সংস্কতি হয়ে উঠেছে কারো কারো, সেখানে কবির এই দৃঢ় অভিব্যক্তি সত্যিই প্রশংসার দাবি রাখে। কারণ, এ ক্ষেত্রে কবি শুধু কবি নন; একটি সুবোধ সচেতন জাতির মুখপাত্র। যারা স্বকীয় বিশ্বাসে থাকতে পারে অটল। কাব্যগ্রন্থটিতে গদ্য কবিতার পাশাপাশি ত্রিশটি রুবাই স্থান পেয়েছে। যা বাংলা রুবাই সাহিত্যে অনবদ্য সংযোজন হবে বলে মনে করি।
এছাড়া, আছে ‘অল্প কথার গল্প’ নামে মিনি কবিতা সিরিজ। যেখানে সমাজ বাস্তবতার অনেক অপ্রিয় সত্য উচ্চারণ করা হয়েছে শিল্পিতভাবে।
জানে আলম বাংলা সাহিত্যে শুদ্ধা চিন্তার কবি হিসেবে পরিচিত। কবিতা লেখার পাশাপাশি তিনি ছড়া এবং শিশু কিশোর গল্পও লিখেছেন।তার ছড়া ও গল্পগুলো উপদেশ মূলকশিশুদের জন্য শিক্ষণীয়। মহৎ সাহিত্য রচনার কাজে তিনি নিবেদিত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -নৈশব্দের কাছে যাবো, মেশকের মায়াবী ঘ্রাণ, কতোকাল আর ভালো থাকা,গোপনে কাঁদো গোপনেই মুছে ফেলো অশ্রু, আল্লাহর কাছে সব বলে দেবো। ছড়া গ্রন্থ -শুভেচ্ছা নাও সবুজ পাতা,সুখে থাকো বৃক্ষ আমার,মায়ার বাড়ী ইস্টিশন, বৃষ্টি ঝরে সুরে সুরে, আগুন ঝরা ফাগুন ছড়া, ছড়া শুধু কথা ছড়ায় গল্পগ্রন্থ -পাখির জন্য ভালোবাসা,আব্বু তুমি ভেরিগুড, আমার আছে দোয়েল কোকিল, সূতাকাটা ঘুরি। ফুলের হাসি ভালোবাসি।ইত্যাদি। তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছেন।