এই সময়কালে শিল্পসাহিত্যে ভিন্নধারার ও সচেতন শিল্পসাধক রকিবুল হাসান জীবন ও সমাজপ্রবাহের বহুমাত্রিকতাকে তাঁর সাহিত্যে রূপায়ণ করে মুন্সিয়ানা দেখিয়েছেন।
তাঁর গভীর জীবনবোধ ও নিবিড় অধ্যয়ন-পর্যবেক্ষণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই গ্রন্থে তার খানিকটা হলেও উপস্থাপনের প্রয়াস আছে।
বহুমাত্রিক লেখক হিসেবে সুপরিচিত তিনি। কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, গবেষণা, কলাম, সম্পাদনা -প্রভৃতি বিষয়ে তিনি সমান দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন। তাঁর কবিতার মধ্যে একটি ভিন্ন ইমেজ ও প্রকরণগত স্বাতন্ত্র্যভঙ্গি রয়েছে।
তাঁর কবিতা প্রথম পঠনেই ভিন্নস্বাদের রেশ উপলব্ধিযোগ্য। রকিবুল হাসানের উপন্যাসও গভীরভাবে ভাবায়, চিন্তা জাগ্রত করে। একইসঙ্গে মুগ্ধ করে।
তাঁর প্রত্যেকটি গ্রন্থে বহুমুখী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাঁর উপন্যাসে নিজস্ব স্টাইল পরিলক্ষিত হয়।
রকিবুল হাসানের গল্পে মানবমনের বিচিত্র অনুভূতি, নীতি-নৈতিকতা ও সামাজিক অবক্ষয়, হীনস্বার্থ, ঠুনকো সমাজ-মর্যাদা প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে।
এই গ্রন্থে রকিবুল হাসানের কবিতা, উপন্যাস ও গল্প আলোচনার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। মননশীল সাহিত্যকর্মেও তাঁর সৃষ্টিসম্ভার বিশেষভাবে উল্লেখযোগ্য।