প্রতিটি কাজের সাথেই অর্থের সম্পর্ক রয়েছে। বিভিন্ন উপলক্ষে ফুল বিক্রি থেকে শুরু করে অস্কার অনুষ্ঠান, সব কিছুতেই ব্যবসা-বাণিজ্য এবং দেশের অর্থনীতি জড়িয়ে আছে। স্পোর্টস, মুভি, মিউজিক, এন্টারটেইনমেন্ট ইত্যাদি কাজে বিলিয়ন ডলারের ব্যবসা হয়ে থাকে। আবার পহেলা বৈশাখ, ভালোবাসা দিবসসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করেও অনেক বড় অংকের ব্যবসা-বাণিজ্য হয়। এই ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে একটি অঞ্চল বা সমগ্র দেশের অর্থনীতির চেহারা পাল্টে যায়।
একজন সাধারন ব্যক্তিও নিজের ভিডিও ইউটিউবে আপলোড করে কতোবার দেখা হলো তা থেকে আয় করেন। যখন আমরা ব্যবসা-বাণিজ্যর কথা বলি তখন শুধু কিছু গন্ডির মধ্যে এই ব্যবসা-বাণিজ্য সীমাবদ্ধ থাকে না। এর আয়তন বিশাল। এবং এই সবকিছু নিয়েই “শত রঙে অর্থনীতিঃ দেশে-বিদেশে সমকালীন ব্যবসা-বাণিজ্য”।
গত এক দশকে ঘটে যাওয়া চিরাচরিত ব্যবসা-বাণিজ্যর পাশাপাশি এখনকার অনলাইনের যুগে বহুরূপী ব্যবসা-বাণিজ্যর গতি-প্রকৃতি এই বইটিতে সংকলন করা হয়েছে। বিভিন্ন সময়ে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলো কলাম হিসেবে প্রথমে বিপরীত স্রোত, এবং পরে প্রথম আলো এবং বিডিনিউজ২৪-এ প্রকাশিত হয়েছে। কিছু লেখা আমার নিজস্ব ব্লগেও প্রকাশিত হয়েছে। এই লেখাগুলোর সংকলনই হলো “শত রঙে অর্থনীতিঃ দেশে-বিদেশে সমকালীন ব্যবসা-বাণিজ্য”। অর্থনীতি এবং ব্যবসা-বাণিজের ধরণ যে কতো বহুরূপী হতে পারে তা এই বইটির বিভিন্ন লেখায় উঠে এসেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জসীম উদ্দিন রাসেল বর্তমানে অস্ট্রেলিয়ার একটি টপ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করছেন। এর আগে বাংলাদেশেও তিনি টপ অ্যাকাউন্টিং ফার্মে অডিট ও ট্যাক্স সম্পর্কিত কাজের সঙ্গে জড়িত ছিলেন। এসময় তিনি দেশি-বিদেশি কোম্পানি, আন্তর্জাতিক দাতা সংস্থা কর্তৃক অর্থায়নকৃত সরকারি এবং বেসরকারি প্রকল্পে নিরীক্ষা ও ট্যাক্স সম্পর্কিত কাজে সহায়তা করেছেন। এসব কাজের পাশাপাশি তিনি ট্রেইনার হিসেবে বিভিন্ন কর্পোরেট হাউজ, ট্রেইনিং ইনস্টিটিউটে আয়কর ও ভ্যাটের উপর ট্রেনিং দিয়েছেন। দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ (আইসিএবি)-এ সার্টিফিকেট লেভেলে আয়কর ও ভ্যাটের কো-টিচার হিসেবে পড়িয়েছেন। তার নিজের একটি অনলাইন ট্রেইনিং প্লাটফরম Taxpert (taxpertbd.com) রয়েছে, যেখানে ঘরে বসে যে কেউ খুব অল্প খরচে আয়কর এবং ভ্যাটের উপর গুরুত্বপূর্ণ কোর্স করতে পারছেন। ‘জসীম উদ্দিন রাসেল’ নামে তিনি আয়কর ও ভ্যাটের ওপর নিয়মিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছেন। ট্যাক্সের ওপর তার লেখা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো, অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ২৪ডটকম, ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার এবং দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত হয়। এছাড়া তার নিজের ব্লগ (jasimrasel.com) রয়েছে, যেখানে তিনি নিয়মিত তার লেখা প্রকাশ করছেন এবং প্রতিদিন অসংখ্য পাঠক আয়কর ও ভ্যাটের ওপর লেখা পড়ে উপকৃত হচ্ছেন। তার লেখালেখির শুরু ছাত্র অবস্থায় জনপ্রিয় সাপ্তাহিক ‘যায়যায়দিন’ থেকে। তিনি পছন্দ করেন ভ্রমণ করতে, মিউজিক শুনতে, মুভি দেখতে। তার প্রকাশিত উৎসে কর কর্তন, ট্যাক্স রিটার্ন প্রিপারেশন, Tax Deduction, Tax Compliance বইগুলো রকমারিতে বেস্ট সেলিং বই হিসেবে অবস্থান করছে। তার প্রকাশিত ‘স্মার্ট মানি হ্যাকস : সঞ্চয় ও বিনিয়োগের সেরা প্ল্যান’ বইটিও বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছে।