"ইনসাইড দ্য ফ্রেম" বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন - বিএফএসএ এর উদ্যেগে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ, যার পাবলিশিং পার্টনার হিসেবে আছে "মন্তাজ - চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা"। বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বর্তমান এবং সাবেক চলচ্চিত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকাশিত প্রথম চলচ্চিত্র বিষয়ক আলোচনা গ্রন্থ এটি। চলচ্চিত্র শিক্ষার্থীদের ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনাকে একত্রিত করার প্রয়াসে, তাদের মতামত ও বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। এছাড়াও বইটিতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এর মতো চলচ্চিত্র ব্যক্তিত্বের অপ্রকাশিত প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা চলচ্চিত্র প্রেমীদের ভালো লাগবে বলে আশা করি। বইটিতে যেসকল বিষয়ে আলোচনা করা হয়েছেঃ * জনরা হোক হাতিয়ার * বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অশ্লীলতা * চলচ্চিত্রে সাহিত্যের প্রভাব * ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্রে সংগীত, প্রসঙ্গ: কোমল গান্ধার * চলচ্চিত্রে ওটিটি প্ল্যাটফর্মের প্রভাব * বাংলাদেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধু * চলচ্চিত্রে প্যারিস সিনড্রোম * দেশ, কাল ও চলচ্চিত্র * অভিনয় চলচ্চিত্রের প্রাণ, প্রসঙ্গ: সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' * রবীন্দ্র সাহিত্যের চলচ্চিত্রায়ন * সোমা, চান্দু, সত্য, বিউটি এবং নাম না জানা আরও লক্ষ মানুষের মায়ার জঞ্জালের গল্প * পরিচালকের কাজ * ঋত্বিক ঘটকের সাক্ষাৎকার