#বিদআত_৭ম_খণ্ড শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে, ইন্ শা’আল্লাহ। (প্রসঙ্গ: ইসলামের নানা ধর্মতাত্ত্বিক চিন্তা ও মতবাদ)’ আশা করি, বইটি ইসলামের ধর্মতত্ত্বের ইতিহাসের সকল পাঠক, বিশেষ করে ইসলামিক স্টাডিজ, আরবী, ইসলামের ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক, গবেষক ও ছাত্রদের জন্য অনেকউপকারে আসবে। এ বই থেকে পাঠে জানতে পারবেন- # ইসলামী ধর্মতত্ত্বের উৎপত্তি ও বিকাশের বিশদ ইতিহাস; # ধর্মতাত্ত্বিক বিভেদ ও বিভাজনের কারণ ও স্বরূপ; # আহলুস সুন্নাত ওয়াল জামা‘আতের বিস্তারিত পরিচয়, আকীদা ও বৈশিষ্ট্যাবলি; # ধর্মতাত্ত্বিক গোষ্ঠীগুলোর পরিচয়, উৎপত্তি ও তাদের প্রধান প্রধান আকীদাগুলোর বিশদ বিবরণ। # ধর্মতাত্ত্বিক গোষ্ঠীসমূহ: ক. প্রাচীন; কিন্তু অবলুপ্ত চিন্তা ও মতবাদ ক.১. খারিজী ক.২. জাহমিয়্যাহ ক.৩. মুরজিয়াহ ক.৪. জবরিয়্যাহ, ক.৫. কদরিয়্যাহ ক.৬. মু‘তাযিলা ক.৭.নাওয়াসিব (নাসিবিয়্যাহ) ক.৮. ইখওয়ানুস সাফা খ. প্রাচীন; বর্তমানে বিদ্যমান চিন্তা ও মতবাদ খ.১. শী‘আ খ.১.১. গুলাত (চরমপন্থী) খ.১.২.যাইদিয়্যাহ খ.১.৩. ইমামিয়্যাহ খ.১.৩.১. ইছনা আশারিয়্যাহ খ.১.৩.২. ইসমা‘ঈলিয়্যাহ খ.২. আশ‘আরিয়্যাহ খ.৩. মাতুরীদিয়্যাহ খ.৪. আছারিয়্যাহ খ.৫. আহলে কুরআন গ. আহলুস সুন্নাতের সাথে সম্পর্কযুক্ত আধুনিক নানা ধারা ও মাসলাক গ.১. সালাফিয়্যাহ গ.২. দেওবন্দিয়্যাহ গ.৩. বেরেলভিয়্যাহ ঘ. আধুনিক নানা ধর্মতাত্ত্বিক চিন্তা ঘ.১. নব্য মুরজিয়া ঘ.২ নব্য খারিজী ঘ.৩. নব্য মু‘তাযিলা ঘ.৪. নব্য নাসিবী ঙ. ইসলামের বিকৃত নতুন ধর্মদর্শন ঙ.১, কাদিয়ানী মতবাদ ঙ.২. বাহাই মতবাদ
ড, আহমদ আলী ১৯৬৯ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার লােহাগাড়া উপজেলাধীন পশ্চিম কলাউজান গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের শুরু থেকে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে বি.এ. (অনার্স) ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন। অতঃপর সৌদি আরবের রিয়াদস্থ কিং সাউদ ইউনিভার্সিটি থেকে আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণের ওপর উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি চুনতী হাকীমিয়া আলিয়া মাদরাসা, চট্টগ্রাম-এর মুহাদ্দিস ও উপাধ্যক্ষ ছিলেন। ১৯৯৬ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে যােগদান করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেসর হিসেবে নিয়ােজিত আছেন এবং বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ সেন্টার, ঢাকা। থেকে প্রকাশিত ত্রৈমাসিক গবেষণা পত্রিকা ‘ইসলামী আইন ও বিচার'-এর ভারপ্রাপ্ত সম্পাদক।
তিনি দেশেবিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেছেন। ইতােমধ্যে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে তাঁর 'ষােলটি গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলাে- খলীফাতু রাসূলিল্লাহ আবু বাকর আস-সিদ্দীক (রা.), বিদ'আত (১ম-৪র্থ খণ্ড), মুসলিম লিপিকলা: উৎপত্তি ও বিকাশ, আধুনিক আরবী কাব্যের ইতিহাস ১ম খণ্ড, ইসলামের শাস্তি আইন, তাযকিয়াতুন নাফস (আত্মশুদ্ধি), ইসমাতুল আম্বিয়া, ইসলামে বাসস্থানের অধিকার ও নিরাপত্তা, ইসলামের দৃষ্টিতে পােশাক, পর্দা ও সাজসজ্জা, সার্বভৌমত্ব: ইসলামী দৃষ্টিকোণ, গণতন্ত্র ও ইসলাম। তাছাড়া আরবি ভাষা ও সাহিত্য, লিপিকলা, ইসলামের ইতিহাস, জীবনদর্শন, আইন ও সমাজ ব্যবস্থার ওপর তার নানা বিষয়ে লিখিত পঞ্চাশােধিক গবেষণাপ্রবন্ধ দেশবিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।