ফ্ল্যাপে লিখা কথা স্বরূপসন্ধানী, আত্নপ্রত্যয়ী এক মহীয়সী নারীর সংগ্রাম ও সাধনার পূর্ণাঙ্গ ইতবৃত্ত ‘রোকেয়া সাখাওয়াত হোসেন: জীবন ও সাহিত্যকর্ম ‘। ঊনিশ শতরেক বাংলার নবজাগরণের সঙ্গে রোকেয়া সংশ্লিষ্টতার নানা দিকে। কথিত ঐ নবজাগরণের মুসলিম পশ্চাদপদতার ঐতিহাসিক-সামাজিক-সাংস্কৃতিক পটভূমির যুক্তিপূর্ণ ও তথ্যকহুল আলোচনা এই গ্রন্থের গুরুত্বপূর্ণ দিক। সমাজ সংস্কারে,শিক্ষার প্রসারে, কুসংস্কার বদিূরণে এবং একই সঙ্গে সাহিত্য সাধানার বিচিত্র পথে রোকেয়ার অভিযাত্রা ও সাফল্যের পরিচয় এ গ্রন্থের বিধৃত। রোয়েকা ব্যক্তিসত্তা ও লেখকসত্তার বস্তুনিষ্ঠ উন্মোচনে, তার সমকালীন পারিপার্শ্ব ও সময়ের বিশ্বস্ত ব্যাখ্যার সূত্রে তাঁর রচনাবলির নির্মোহ মূল্যায়নে এ গ্রন্থের তাৎপর্য গভীর। এক নিবিড় গবেষণার ফসল হিসেবে এই গ্রন্থটি রচতি বলে তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রকাশের স্পষ্টতা এর অন্যতম বৈশিষ্ট্য। রোকেয়ার অগন্থিত উল্লেখযো্গ্য রচনার সংযোজন এই গ্রন্থের বিশেষ সমৃদ্ধি। ‘রোকেয়া সাখাওয়াত হোসেন: জীবন ও সাহিত্যকর্ম’ বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়সমূহের অধ্যয়নে ,অধ্যপনায় ও গবেষণায় আকর গ্রন্থরূপে সমাদৃত।
সূচিপত্র * উপক্রমনিকা প্রথম অধ্যায়: * এক. নবজাগরণ: সজ্ঞা প্রকৃতি বিশ্লেষণ, ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণ, প্রভাব ও সীমাবদ্ধতা * দুই. ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের মুসলিম পশ্চাদপদতার পটভূমি বিশ্লেষণ ও পর্যালোচনা * তিন. নারী মুক্তি ভাবনা * বাঙালি সমাজে নারী পরিস্থিতি নারী শিক্ষা ও নারী মুক্তির প্রসঙ্গ দ্বিতীয় অধ্যায়: * এক. রোকেয়া-জীবনী পারিবারিক ইতিহাস: সামাজিক পরিবেশ * দুই. রোকেয়ার দু্ই বোন: করিমুন্নিসা ও হোমায়রা প্রসঙ্গ * তিন. সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা মুসলিম সমাজে নারীশিক্ষার প্রসার * চার. বিদ্যালয় পরিচালনা সমাজসেবা ও অন্যান্য তৎপরতায় রোকেয়া * পাঁচ. রোকেয়ার মৃত্যু সমসাময়িকদের চোখে রোকেয়া তৃতীয় অধ্যায়: * এক. রোকেয়ার সাহিত্যকর্ম: সাধারণ পরিচিতি * দুই. সাহিত্যকর্মের আলোচনা ভালা ও শৈলী রোকেয়ার পত্রাবলি উপসংহার * আলোচিত পত্র-পত্রিকা * দৈনিক সংবাদপত্র,গ্রন্থাবলি, সহায়ক গ্রন্থ ও ইংরেজী গ্রন্থ * পরিশিষ্ট ক. রোকেয়া রচনাবলী সংযোজন * খ. রোকেয়া-রচনাবলি প্রকাশের কালানুক্রমিক তালিকা * গ. রোকেয়া বিষয়ক গ্রন্থ ও আলোচনার তালিকা নির্ঘন্ট
মুহম্মদ শামসুল আলম জন্ম ১ জানুয়ারি ১৯৪৪ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বক্তপুর গ্রামে। স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন (১৯৫৯), চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট (১৯৬১) ও বিএ (সম্মান, ১৯৬৫)। বিএ (সম্মান) পরীক্ষায় মেধাতালিকায় আবাসিক মেধাবৃত্তি লাভ। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন। পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিসে যোগদান, কারমাইকেল কলেজ ও চট্টগ্রাম কলেজে (১৯৬৮-১৯৭৫) শিক্ষকতার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান (১৯৭৫)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন (১৯৮৫)। দীর্ঘ চার দশকের শিক্ষকতা শেষে (২০১০) জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ । বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে রোকেয়া চেয়ার হিসেবে যোগদান (২০১৫-২০১৭)। নিয়ম অনুযায়ী দুটি গবেষণাকর্ম সম্পাদন। লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে সামাজিক ইতিহাস, নারী পরিস্থিতি ও লোকসাহিত্যে আগ্রহী। দেশে-বিদেশে আন্তর্জাতিক লোকসাহিত্য সেমিনারে অংশগ্রহণ । ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতাস্থ (ভারত) ‘সুরাহা-সম্প্রীতির আয়োজনে রোকেয়া স্মারক বক্তৃতা প্রদান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে আমন্ত্রিত (১৯৯৯ ও ২০০০ ) বিশেষজ্ঞ হিসেবে যোগদান। ভারত সরকার কর্তৃক আয়োজিত ভাষা পরিকল্পনা (NLP) কার্যক্রমে (Hyderabad Central University, Hyderabad, India) অংশগ্রহণ। ১৯৯৫-২০১০ পর্যন্ত Intl. Baccalaureate Organization (IBO), Cariff Wales, UK. এর পাঠ্যসূচি প্রণয়ন, দূরশিক্ষণ ও পরীক্ষা গ্রহণ । প্রকাশিত নিবন্ধের সংখ্যা বিশ এবং গ্রন্থ ছয়টি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত 'বাংলাপিডিয়া’ ‘বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষামালা'র অন্যতম ভুক্তি রচয়িতা।