ফ্ল্যাপঃ "বীরাঙ্গনাকে লেখা চিঠি " বইটি মু্ক্তিযুদ্ধা বীরাঙ্গনা মা বোনদের জীবন ও দহনের ইতিবৃত্ত। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে বীরাঙ্গনা মা বোনদের জীবন চিত্র তুলে ধরার এক সাবলীল প্রয়াসে নতুন প্রজন্মের ভাবনা লিপিবদ্ধ হয়েছে। একাত্তরের দিনগুলোতে দীর্ঘ নয়মাস পাক হানাদার বাহিনী কীভাবে বাংলার মা বোনদের উপর যৌন নির্যাতন করেছেন! তাদের কতটা আত্মাত্যাগের বিনিময়ে স্বাধীন হলো আমাদের বাংলাদেশ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বীরাঙ্গনা মা বোনদের জীবনে কতটা অপমান, অবহেলা এবং ঘৃণা উপহার দিয়েছিলাম আমরা বাঙালিরা। তার খণ্ডচিত্র ও বীরাঙ্গনা মা বোনদের দুর্বিসহ অসহনীয় জীবন লেখক তার দায়িত্ববোধ ও বিবেকের তাড়না থেকে এখানে তুলে ধরেছেন চিঠির অনুরণনে। পুরো বাঙালি জাতির মনন, চিন্তা এবং মানবিক বোধের বিশুদ্ধতায় এই চিঠিগুলো বীরাঙ্গনাদের প্রতি সম্মান প্রতিষ্ঠায় এক অনবদ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বীরাঙ্গনা মা বোনদের প্রতি সম্মান ও দায়িত্ব বোধ থেকে লেখক এই বইটি লিখেছেন। লেখকের প্রয়াস সকল বয়সের বাঙালি থেকে শুরু করে আগামীর প্রজন্ম বীরাঙ্গনাদেরকে সম্মানের সঙ্গে মনে রাখুক। বীরাঙ্গনাদের ধৈর্য এবং আত্মবিসর্জনের শিক্ষা থেকে জীবনে শিক্ষা নিতে শিখুক প্রজন্মের সকলে। এটাই লেখকের চাওয়া। যা তার লেখার সুস্পষ্ট বর্ণনায় সুপ্রতিষ্ঠিত হয়েছে। লেখকের অনান্য সকল বইগুলোর মতো এই বইটিও তার নিজস্বতায় সকল শ্রণী ও বয়সের মানুষের ও পাঠকদের মনে এক বিশেষ সম্মানে জায়গা করে নেবে বলে আশা করছি।
পিতা মোঃ বিল্লাল হোসেন ও মাতা বিলকিছ বেগমের ঘরে ৫ই আগস্ট ২০০০ সালে জন্মগ্রহন করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে নাজনীন তৃতীয়। নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, বালুঘাট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাশ করে বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। বাবা একজন সঙ্গীতশিল্পী। তাঁরই অনুপ্রেরণায় লেখালেখির হাতেখড়ি। ছোটবেলা থেকেই লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটলম্যাগে। প্রিয় শখ বইপড়া, গাছ লাগানো, লেখালেখি ও গান শোনা। ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হয়ে অসুস্থ মানুষের সেবা করাই তাঁর জীবনের লক্ষ্য।