বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস একদিকে গৌরবের, অন্যদিকে শোকের। একদিকে অনেক কিছু অর্জনের, অন্যদিকে হারানোরও। বাঙালি জনগণ পাঠান, মুঘল ইংরেজদের শাসন দেখেছে। দেখেছে পাকিস্তানি শাসন। পাকিস্তানের ২৩ বছরের শাসন ছিল একদিকে বাংলার মানুষের রক্তদানের ইতিহাস, অন্যদিকে শোষণ-নির্যাতন, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম ও যুদ্ধের ইতিহাস।
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবময় অধ্যায় হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। আর এই গৌরবময় অধ্যায়ের মহানায়ক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীনতা। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বারবার জেলে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু মাথা নত করেননি পাকিস্তানের স্বৈরাচারি শাসকদের কাছে। বারবার জেলে যাবার কারণে বাবা-মা, স্ত্রী-সন্তানরা তাঁর স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। দুঃসহ মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাঁর পরিবারের সবাইকে। তবে জেলে বসেও তিনি ভুলে যাননি বাঙালি জাতির অধিকার, স্বাধীনতা ও মুক্তির বিষয়।
বর্তমান বইখানিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, পারিবারিক পরিচয়, পড়াশুনা, সুদীর্ঘ সংগ্রামী জীবন নিয়ে বলতে গিয়ে সমসাময়িক ইতিহাস ও রাজনীতি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এর ফলে পাঠক জানতে পারবেন এদেশের সঠিক এবং নির্ভূল ইতিহাসও।