গল্পের স্বল্প পরিসরে বাঁধা থাকে সাহিত্যরসের সারৎসার। তাকেই অনুভূতির ক্যানভাস বানিয়ে শ্যামল নাথ গল্প লেখেন পরম মমতায়। তার গল্প প্রধানত বর্ণনা প্রধান। তবে তা বিষয় বৈচিত্র্যের প্রাচুর্যে, কল্পনায়, উপমায়, তুলনায়, প্রতিতুলনায় সমৃদ্ধ।
তাই জীবন থেকে তুলে আনা নানান গল্পে উঠে এসেছে ইতিহাস, রাজনীতি, সমাজ, ক্ষুধা, প্রেম, যৌনতা, প্রকৃতি, বাঁচার ইচ্ছে, রিপুর তাড়না, ব্যঙ্গ বিদ্রুপের মতন নানান কিছু এবং পরিশেষে অনিবার্য হয়ে ওঠা মৃত্যু। কখনও তা গ্রামীণ জীবনের কাছে নিয়ে মুখর করে, কখনোও ইতিহাস ও রাজনীতির চোখে আঙুল তুলে দেখায়, কখনও আবার মানব জীবনের ভাবনা ও দুর্ভাবনাকে উস্কে দেয়।
কখনও গভীর, কখনও আপাত-তুচ্ছ, কখনওবা আমাদের কাছে প্রায় অপরিচিত অভিজ্ঞতা থেকে উদ্ভূত যে কোন ঘটনাই তাঁর গল্পে ধরা দেয় অপ্রত্যাশিত ও ভিন্নতর তাৎপর্যে। দেশভাগ থেকে মুক্তির যুদ্ধ, পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর, নদী থেকে দেশ, সমাজ থেকে ব্যক্তি পর্যায়ের অনুচ্চারিত উচ্চারণে মুন্সিয়ানা দেখান তিনি ‘মিথ্যার মতন সুন্দর' বইয়ের নানান গল্পে I
লেখক পরিচিতি : শ্যামল নাথ একজন লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। দেড় দশকেরও অধিক সময় ধরে অবিশ্রান্তভাবে লিখে চলেছেন কবিতা, ছোটগল্প, প্রবন্ধ এবং সাহিত্য সম-আলোচনা। নির্মাণ করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্রও। সকল বিষয়ই সাহিত্যকে কেন্দ্র করে। ১৮ জানুয়ারি ১৯৯০-এ জন্ম নেওয়া এই সৃজনশীল মানুষ স্বপ্ন দেখেন একদিন পৃথিবীর নানান প্রান্তে পৌঁছে যাবে তাঁর সাহিত্য ও চলচ্চিত্র। পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত ফার্মেসীর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও নানান সৃজনশীল মাধ্যমের অভিজ্ঞতা তাঁকে ঋদ্ধ করেছে। বর্তমানে একটি বেসরকারী ব্যাংকের কমিউনিকেশন ডিপার্টমেন্টে তিনি কর্মরত আছেন।