আমাদের জাতীয় শিক্ষাব্যবস্থায় বিভিন্ন শিক্ষামাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল স্তরে সরকারী ও বেসরকারী উদ্যোগে রচিত হয়েছে অসংখ্য পাঠ্যপুস্তক। এসব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দুঃখের বিষয় যে, এ সকল পাঠ্যপুস্তক রচনাকালে অধিকাংশ লেখক শিরক-বিদ‘আতযুক্ত ধর্মীয় ও সামাজিক পরিবেশের কুপ্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি। ফলে সেখানে বিশুদ্ধ ইসলামী আক্বীদা ও আমল বিরোধী বহু বিষয় সন্নিবেশিত হয়েছে। এতে করে শিক্ষার্থীদের কোমল মনে জীবনের ঊষালগ্নেই অনুপ্রবেশ করছে অসংখ্য ভুল ও নানাবিধ কুসংস্কার। যার ফলশ্রুতিতে ভবিষ্যত বংশধরদের জীবনধারায় ইসলামের প্রকৃত নূর ও হেদায়াত প্রতিফলিত হচ্ছে না। আবার অভ্রান্ত সত্যের মূল উৎস পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বাণী সম্পর্কেও তারা থাকছে অন্ধকারে। এমতাবস্থায় ছোট্ট সোনামণিরা যাতে সঠিক ইসলামী আক্বীদা ও আমলের সাথে পরিচিত হ’তে পারে এবং বিশুদ্ধ জ্ঞানার্জন করতে পারে সেজন্য ‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’ প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরের জন্য ছহীহ আক্বীদা ও আমলভিত্তিক প্রয়োজনীয় পাঠ্যপুস্তক রচনার প্রকল্প হাতে নিয়েছে বই সমূহ ১, সহজ আরবী ক্বায়েদা ২, সহজ আরবী (প্রথম ভাগ) ৩, সহজ বাংলা (প্রথম ভাগ) ৪, সহজ ইংরেজী (প্রথম ভাগ) ৫, সহজ গণিত (প্রথম ভাগ) ৬, দ্বীনিয়াত শিক্ষা (প্রথম ভাগ) ৭, সাধারণ জ্ঞান (প্রথম ভাগ) ৮, কুরআন মাজীদ (৩০তম পারা)
Title
ছোটদের সহজ সিরিজ- ১ম শ্রেণীর জন্য (১-৮টি বই একত্রে )