একাডেমিক উচ্চশিক্ষার ক্ষেত্রে দুই বাংলায় অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের নাম অনন্য অবস্থানে। ইতিহাস, প্রত্নতত্ত্ব শিক্ষার নীরস ভুবনে তিনি গল্পের রসায়ন যোগ করেছেন। বাংলাদেশে প্রত্ন বিষয়ক পড়াশোনার অন্যতম পথিকৃৎ । প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষা ও গবেষণার দরকারি কাজগুলো আন্তরিকতা দিয়ে করেছেন। প্রতিদানে জুটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রত্নতত্ত্বের বিকল্প নামকরণ ‘শাহনাওয়াজ স্যারের বিভাগ' অভিধা। এমন একজন ব্যক্তি, শিক্ষাগুরুর জন্মবার্ষিকী পালন করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। বিলম্বিত আয়োজনে এই গুণিজনের গুণমুগ্ধ ছাত্র, সহকর্মী, বন্ধু-স্বজনের স্মৃতি-শব্দচিত্র, আত্মকথন মলাটবদ্ধ করে ভাবীকালের জন্য সংরক্ষণের চেষ্টা। সংকলনে বিধৃত হয়েছে দোষেগুণে একজন নিতান্ত সাধারণ মানুষের জীবনাচরণের বিভিন্ন দিক। বৈচিত্র্যের পসরা ছড়িয়ে আছে বিবিধ রচনায়। পাশাপাশি উঠে এসেছে সমাজ বাস্তবতার প্রেক্ষিতে ব্যক্তির মানবিক আচরণ তথা বিকাশের বিচ্ছিন্ন পর্যায়, সময়ের ছাপটুকু ধারণ করে যা বেশ উজ্জ্বল আভা ছড়িয়েছে সংকলন গ্রন্থের পাতায় পাতায়। আমাদের উদ্দিষ্ট, ব্যক্তি শাহনাওয়াজকে অবলম্বন, উপলক্ষ করে কর্মিষ্ঠ শাহনাওয়াজের কর্মক্ষেত্র ও পরিধির অনুসন্ধান । লেখাগুলোতে খণ্ড খণ্ড রূপে ভিন্ন ভিন্ন ব্যক্তির পর্যবেক্ষণ বিবিধ দৃষ্টিকোণে অধ্যাপক শাহনাওয়াজের অন্তর-বাহির আলোকিত করেছে। অনেকটা কোলাজের মতো এক অখণ্ড রূপ-ছবি অঙ্কিত হয়েছে শব্দ-ভাষ্যে। একটি লেখা পাঠের পর অপর লেখা পাঠের আগ্রহে এক অনিবার্য তাড়না সৃজিত হয়। এভাবেই লেখকদের অন্তরময় নিবেদনে এক অখণ্ডরূপে শাহনাওয়াজের ব্যক্তি ও কর্মজীবনের পর্যায়গুলো উজ্জ্বল হয়ে প্রতিভাত হয় পাঠকের চোখে, একই সঙ্গে হৃদয়ে।
Title
আলোর আলোয় : অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ সংবর্ধনা স্মারক