ইসলাম হলো মানব জাতির সকল প্রশ্নের আল্লাহ প্রদত্ত উত্তর। ইসলাম হলো মানব জাতির সকল সমস্যার সমাধান। ইসলাম হলো মানব জাতির সকল কাজের দিক নির্দেশনা। ইসলাম হলো মানব জাতির সকল কর্মের লক্ষ্য। ইসলাম হলো মানব জাতির কল্যাণ ও অকল্যাণের মধ্যকার সীমানা। ইসলাম হলো মানব জাতির সকল মানুষের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও সমগ্র পৃথিবীব্যাপি শান্তির একমাত্র সঠিক পথ। শুরুতে বলেছি ইসলাম হলো মানব জাতির সকল প্রশ্নের উত্তর, সকল সমস্যার সমাধান। ইসলামি জীবনে প্রবেশের পূর্বে যে প্রশ্ন প্রথম মানুষের মনে জাগে তা হলো- এই জগত এবং জগতের যাবতীয় সৃষ্টির রহস্য কি? কে আমাদের সৃষ্টিকারি? কেনো এই জগতের সৃষ্টি? কি তাঁর উদ্দেশ্য? ইত্যাদি অনেক প্রশ্ন। সকল প্রশ্নের উত্তর মানুষ তার জ্ঞান-বুদ্ধি, চিন্তা-ভাবনা ও বিবেক দ্বারা খুঁজে। উত্তর কেউ খুঁজে পায়, কেউ পায় না, কেউ ভুল সিদ্ধান্তে পৌঁছে, কেউ পা বাড়ায় ভুল পথে। তবে যাঁরা সঠিক উত্তর খুঁজে পায়, যাঁরা এই মহাজগতের সৃষ্টির পিছনে কোনো এক সৃষ্টিকারি সত্ত্বার অস্তিত্ব উপলব্ধি করে এবং ভাবনা-চিন্তার দ্বারা চূড়ান্ত বিশ্বাসে উপনিত হয় তারাই হলেন সৌভাগ্যবান।