এটি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতা, আন্তর্জাতিক মানের তিলাওয়াতের লক্ষ্যে হিফজ শিক্ষক ও আলেম সমাজের জন্য প্রয়োজন।
কেন প্রয়োজন এই নুসখাটি?
বয়স কম/বেশি কিংবা শ্বাস ছোট, বড় আয়াত এক দমে পড়া যায় না, বড় আয়াতের মধ্যখানে কোন বিরতি চিহ্ন না থাকলে কীভাবে থামবে এবং পুনরায় কীভাবে মিলাবে তা জানা নেই?
এই কুরআনে সেই চিহ্ন দেওয়া আছে। বড় আয়াতের কোথায় থামতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে তাও দেয়া আছে ফলে এর অর্থও ঠিক থাকবে, শুনতেও ভাল লাগবে, এবং আল্লাহও পছন্দ করবেন।
এই তাহফীজ কোরআনটি যে বৈশিষ্ট্যে সমুজ্জ্বল
♦ওয়াকফ-ইবতিদা, ♦আয়াতে মুশাবাহাহ ♦ বিষয়ভিত্তিক প্যারা ♦ কুরআনুল কারীমের বিশেষ নুসখা। ♦পড়তে গেলে মুশাবাহাহ লেগে যায়? ৭ পারায় তিলাওয়াত চলাকালে ২৬ পারায় যাওয়ার মতো সমস্যার সমাধান রয়েছে এই কুরআনে। ♦এর পাতায় পাতায় আয়াতের মুশাবাহাহগুলো লেখা রয়েছে। কোথায় প্যাঁচ লাগতে পারে, তার উল্লেখ রয়েছে এই কুরআনে। ফলে মুশাবাহাহ লাগবে না ইনশাআল্লাহ।
আর্ন্তজাতিক/জাতীয় প্রতিযোগিতা কিংবা নামাযে বা যে কোন অনুষ্ঠানে তিলাওয়াত করতে হলে পড়া চাই এই তাহফীযুল কুরআন। অর্থ না জানলেও তিলাওয়াত শুরু ও শেষ করা যাবে নির্ভুলভাবে। কেননা কুরআনের বিষয়ভিত্তিক প্যারাগুলো চিহ্নিত করা আছে এই তাহফীযুল কুরআনে।
প্রকাশনায় নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশন ইসলামী টাওয়ার, (১ম ফ্লোর) ১১বাংলাবাজার, ঢাকা।১১০০
সতর্কবানীঃ প্রায় একই নামে একই নিয়মে নরমাল খত্বে নকল নুসখা বের হয়েছে। একই নামের ভিন্ন প্রকাশনী হওয়ার দরুণ ক্রেতা-পাঠকগণ আসল-নকল ধরতে পারছে না। তাহফীযুল কুরআনিল কারীম নামে এবং ভেতরে (ইনার পুস্তানিতে) আব্দুল হক্ব সাহেবের নাম ও কোম্পানির মোবাইল নাম্বার ও লোগো দেখে ক্রয় করুন! এ ছাড়া উপরে দু'টি কুরআনের পাশাপাশি উল্লেখিত রেজিস্ট্রেশন নং ও মনোগ্রাম দেখে আসল কপি নিশ্চিত করুন! পাশাপাশি নির্ভুল খত্ব, যথাযথ তথ্য উপাত্ত এবং ছাপা কাগজ বাঁধাই ইত্যাদির গুণগত মান যাচাই তো করবেনই। পরিশেষে বিনীত নিবেদন থাকবে, যদি নুসখায় কোন ধরণের ভুল কিংবা অসঙ্গতি চোখে পড়ে তাহলে আমাদেরকে জানালে কৃতজ্ঞতার সাথে আমরা তা গ্রহণ করবো ও সংশোধনে সচেষ্ট থাকবো ইনশা-আল্লাহ!