জন্ম ০৪ ডিসেম্বর ১৯৬৮, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে। চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, এম.এম. কলেজ,যশোর থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে পড়াশোনা। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ছাত্রজীবন থেকেই ছোটগল্প, রম্যরচনা, ও কবিতা লেখায় হাতেখড়ি। তখন প্রকাশিত হতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বার্ষিকীতে। চাকরী জীবনে লেখাটা অনেকটা অনিয়মিত, সংরক্ষণের অভাবে সবই হারিয়ে গেছে। বর্তমানে নতুন করে আবার লেখা শুরু যা নিয়মিত প্রকাশিত হতে থাকে বন্ধুদের পাতায় বা বন্ধুমহলে । আমেরিকা প্রবাসী বান্ধবী শাহনাজ ( নাজ কামাল) আমার লেখাগুলো নিয়মিত সংরক্ষণ এবং বন্ধু মহলে প্রকাশ করেছে, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ । পরম বন্ধু পান্না যে আমার প্রতিটি লেখার প্রথম পাঠক ও একনিষ্ঠ পরিমার্জনকারি, শুধুই ধন্যবাদ তার জন্য উপযুক্ত নয়। ধন্যবাদ বন্ধু শামীম, জুয়েল, অলোক,দুলাল, কামরুল, বাসেদ, জাকির, লুবনা সহ সবাইকে আমাকে নিয়মিত লেখার অনুপ্রেরণার জন্য। ধন্যবাদ অনুজ প্রতিম কবি সুশান্তকে আমার লেখার সহযোদ্ধা হিসেবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার পরিবারের সদস্যবৃন্দ ও সৃষ্টিকর্তাকে । আরও ধন্যবাদ প্রকাশক শিবু ওঝা কে আমার লেখাকে বই আকারে প্রকাশের জন্য।
সবার দো’আ ও সহযোগীতা কাম্য নিয়মিত লেখা এবং আগামীতে আরো নতুন বই উপহার দেয়ার জন্য।