বইটিতে যে সকল বিষয়বস্তু অবতারণা করা হয়েছে , সে সকল বিষয়ে বাজারে বহু বই - পুস্তক রয়েছে । তবে কোন কোন পুস্তকে শুধু ফযীলত লেখা আছে , কিন্তু এর সাথে সূরা লেখা নেই । আবার কোন কোন পুস্তকে সূরা লেখা আছে , কিন্তু রেফারেন্স বা হাওয়ালাসহ ফযীলতগুলো লেখা নেই । কোন কোন পাঠককে বলতে শুনা যায় যে, "এই ফযীলতগুলো কোথা থেকে লেখেছে তার কোন হদিস নেই" এছাড়া আরো কত কথা ।
এ সকল বিষয়ের প্রতি লক্ষ্য করেই পুস্তকটি প্রণয়নের আয়োজন। এই বইটি প্রণয়নের অনেকগুলো কারণ রয়েছে। তন্মধ্যে কোন কোন কোন লা - মাযহাবি , সালাফী , তথাকথিত আহলে হাদীস ভাইদেরকে ঝাঁড় - ফুঁক , তা'বীয - তুমার ইত্যাদিকে নাজায়েয , শিক , বিদ'আত , হারাম ফতুয়া দেয়ার ঝড় তুলতে দেখা যায় । পুস্তিকাটিতে স্থান সংকুলন না হওয়ার কারণে সংক্ষিপ্তভাবে সর্বশেষে তা'বীযের সনদটুকু লিখে দেয়া হয়েছে । যাতে সাহাবীগণের আমল সম্পর্কে ওয়াক্বিফহাল হওয়া যায় । এ ছাড়া আকাবিরে দ্বীনের সহীহ আমল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য ' কাউলুল জামিল , শিফাউল আ'লীল , শিফাউল আসকাম , জাফরে জলীল , যাদুস্সাঈদ , বেহেস্তী জেওর ইত্যাদি কিতাবগুলো পাঠ করলেই জানা যাবে ।
তবে , যে বদ নিয়তের কারণে সালাফী ভাইয়েরা তা'বীয ব্যবহারকে শিরকের ফতুয়া দেন , সে নিয়্যতে তো যে কোন ঔষধ ব্যবহার করাও শিরক হবে । কারণ , সকল ক্ষেত্রেই একমাত্র আল্লাহ তা'আলাকে রোগের আরোগ্য দানকারী মনে করতে হবে ।
পরিশেষে এটাই বলা বাহুল্য যে, এই বইটির উপর আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ফলাফল দেখাবেন ইনশাআল্লাহ!