"For many wives and mothers of martyrs, the war of liberation of Bangladesh ended not in victory but with the begining of a new unforeseen and unimaginably difficult battle. The brutal killing of the head of the family shattered the course of life as they knew it. For the author’s mother, an instant took away her husband, confidant and head of her family.
From a housewife overnight she was forced into the role of homemaker and bread-earner, the dual responsibility of being the father and mother of the family.
For many widowed mothers in the time, so ensued an everyday struggle for existence and raising their children with education, strength and skill to face the challenges of life. In doing so they carried forward the legacy of the liberation spirit, the fulfillment of the dream of those who sacrificed their life for the freedom of the nation.
This is the tale of one mother, a martyr's wife, whose resilience and resolve is narrated by her youngest daughter, Shilpi Rahman. It is an intimate story animating the turbulence and trauma of a family– their war after the war. Ultimately it is the celebration of human spirit which can be an inspiring tale for all.
ঢাকায় জন্ম শিল্পী রহমানের পিতা শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং জীবনযোদ্ধা রওশন আজিজের কনিষ্ঠা কন্যা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে থাকেন। তিনি ঢাকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা করে সবশেষে ব্রিসবেনের QUT থেকে কাউন্সেলিং-এ মাস্টার্স করে এখন এই পেশাতেই মনোনিবেশ করেছেন। তিনি মানসিক স্বাস্থোয় ওপরে বেশ কিছু বই লিখেছেন, 'মনের ওজন', 'মানসিক অসুস্থতায় কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা' বইটি দেশে বিদেশে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। উৎকণ্ঠাহীন নতুন জীবন, ধর্ষক, ধর্ষণ ও প্রতিকার, এবং 'পারসোনালিটি ডিসঅর্ডার' বইগুলো মানুষকে ভাববার সুযোগ করে দিয়েছে। যুদ্ধোত্তর জীবন সংগ্রাম নিয়ে উপাখ্যান 'যুদ্ধ শেষে যুদ্ধের গল্প' পাঠক মহলকে বেশ নাড়া দিয়েছে এবং এই বইটির একটি ইংলিশে অনুবাদ করা হয়েছে 'War after the war', দেশি-বিদেশি সব পাঠকদের জন্য। নিবন্ধ সংকলন 'দিন বদলের ফর্মুলা' বইটি জীবনের কথা বলে, পরিবর্তনের কথা বলে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গী দিয়ে নতুন করে ভাববার কথা বলে। তাঁর লেখা কবিতার বই 'পাহাড় হবো' এবং 'পথের অপেক্ষা' নিখুঁতভাবে ছুঁয়ে যায় মানুষের সূক্ষ্ম অনুভূতি। মানসিক স্বাস্থ্য এবং তার চিকিৎসার গুরুত্ব প্রচারে সোচ্চার কন্ঠ শিল্পী রহমান সামাজিক সচেতনতামূলক 'দৃষ্টিভঙ্গির কথা বলছি' ইউটিউব ভিডিও চ্যানেলের এর প্রবর্তক, সেই সাথে সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন গল্পকার। শিল্পী রহমানের স্বামী খোন্দকার রেজাউর রহমান, ছেলে নির্ঝর ও মেয়ে নদী।