একজন প্রবাসীর সফলতার জন্য প্রবাসী এবং তার পরিবারের সদস্যদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রবাসীরা প্রবাসে অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে পাঠান। পরিবারের সদস্যরা যদি প্রবাসীর সাথে আলোচনা করে সেই অর্থ আন্তরিকতার সাথে ব্যয় করেন, তাহলে ওই পরিবারের উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি পরিকল্পিতভাবে প্রবাসীর অর্থ ব্যয় না করে অপচয় করা হয়, তাহলে প্রবাসী এবং প্রবাসীর পরিবার ক্ষতিগ্রস্থ হবেই, তা হলপ করে বলা যায়। প্রবাসে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই জানা উচিত, কোন পদ্ধতিতে প্রবাসে যাওয়া ভালো, প্রবাসে গিয়ে কী ধরনের কাজ করা বিপদজনক, কোন পদ্ধতিতে কাজ করলে বেশি টাকা আয় করা যায়, একজন সফল প্রবাসী হওয়া গোপন তথ্য কী, প্রবাসে থেকেও দেশের পরিবার সঠিকভাবে পরিচালনা করার পদ্ধতি, প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বহু বিষয় লেখকের দীর্ঘ ২৫ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বইটিতে আলোচনা করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, যারা ভবিষ্যতে প্রবাসী হওয়ার স্বপ্ন দেখেন, এমনকি প্রবাসী নয়, যারা দেশের ভৌগলিক সীমানার মধ্যে বসবাস করেন, প্রবাসীদের মতো প্লেনে যাতায়াত করতে হয় না, কিন্তু চাকরি, ব্যবসা বা পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজ পরিবার থেকে দূরে থাকেন, তারাও কিন্তু প্রবাসীদের ন্যায় অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যায় পড়েন। তাদের জন্যও বইটি খুবই উপকারী হবে, ইনশাআল্লাহ। তাই প্রবাসীদের সামাজিক জীবন, পারিবারিক জীবন ও অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।