মূলতঃ সাহিত্য বলতে কোনো লিখিত বিষয়বস্তুকে বুঝায়। মানুষের চিন্তা-চেতনা, অনুভূতি, সৌন্দর্য্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতিই হচ্ছে সাহিত্য। সাহিত্যকে পদ্য ও গদ্য এই দুইভাগে ভাগ করা হয়। পদ্যের মধ্যে ছড়া ও কবিতা এবং গদ্যের মধ্যে প্রবন্ধ, নিবন্ধ, গল্প ও উপন্যাস ইত্যাদি শাখা অন্তর্ভুক্ত।
“নিরানব্বইয়ের কবি” প্ল্যাটফর্ম হতে অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে শুধুমাত্র নিরানব্বই বন্ধুদের অংশগ্রহণে “নিরানব্বইয়ের সাহিত্য” নামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। এসএসসি’৯৯ এর সকল প্ল্যাটফর্মের মধ্যে প্রথমবারের মতো অর্ধশতাধিকের বেশি লেখক বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই গ্রন্থটি প্রকাশিত হলো। যেখানে কবিতা, ছোটগল্প এবং ভ্রমণ কাহিনী সংকলিত হয়েছে।
গ্রন্থটির জন্য লেখা সংগ্রহ, সম্পাদনা, অভিজ্ঞ ও দক্ষ প্রুফ রিডিং, প্রচ্ছদ, অলংকরণ এবং বই আকারে সন্নিবেশ করা সে এক বিশাল কর্মযজ্ঞ। আমরা সাধ্যমত চেষ্টা করেছি গ্রন্থটি নির্ভুল ও সুন্দরভাবে উপস্থাপন করার, তারপরও গ্রন্থে কোন ভুল-ত্রুটি থাকলে তা লেখক ও পাঠকদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
আশা করছি “নিরানব্বইয়ের সাহিত্য” গ্রন্থটি শুভানুধ্যায়ী, পাঠক, পরিবার ও বন্ধুমহলে সমাদৃত হবে, যা লেখকদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে।