মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। যিনি আমাকে তৌফিক দিয়েছে জ্ঞান দিয়েছে সাহিত্যচর্চা করার। সাহিত্য জাতির দর্পণ। শিল্প সাহিত্যের মাধ্যমে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। যে জাতির শিল্প সাহিত্যে যতবেশি সমৃদ্ধ সে জাতি বিশ্বে ততবেশি সমৃদ্ধ। যার উজ্জ্বল দৃষ্টান্ত ফরাসি, আরবি, ইংরেজি, ফার্সি, রুশ ও গ্রীক সাহিত্য। সাহিত্য একটি মনোজাগতিক বিষয়। সাহিত্য সৃজনশীল হোক আর মননশীল হোক — উভয় ক্ষেত্রে অন্তর্গত চেতনা থেকেই উৎসারিত হয় প্রকৃত সাহিত্য।
জৌলুসপূর্ণ বহিরাবরণ নয়, মর্মবাণীই সাহিত্যের আত্মসত্তা। বাংলা পৃথিবীর একমাত্র ভাষা যার জন্য রক্ত ও জীবন দিতে হয়েছে। প্রতিটি ভাষা সৃষ্টিকর্তার অসাধারণ দান। বাংলা ভাষার জন্য আমরা গৌরবান্বিত। যারা এ ভাষার জন্য রক্ত ও জীবন দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
সাহিত্যচর্চার পাশাপাশি আম—বাঙালির প্রয়োজনীয় সুলুক—সন্ধান দেওয়ার ব্রত নিয়ে অবতীর্ণ হয়েছে বাংলার সাহিত্যাকাশে। মুনাফা নয়, সাহিত্যচর্চার মুক্তাঙ্গন তৈরী করার লক্ষ্য নিয়েই যাত্রা। তৃষ্ণার প্রান্তে এসে দাঁড়ানো আমার কিছু লেখা কবিতা নিয়ে প্রকাশিত হল ‘ইন্দ্রজাল’।