''জীবন স্ক্রিপ্টেড নয়'' জীবনে চলার পথে আমরা কত কিছুর সম্মুখীন হয়! কিছু সমস্যা থেকে উত্তরণ হতে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এ সমস্যা থেকে উত্তরণের জন্যই " জীবন স্ক্রিপ্টেড নয়"জীবনে সফলতা আমরা সবাই চাই। পাহাড়সম স্বপ্ন সাধনা ও অবিরত চেষ্টা থাকলে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছা যায়। এমন অনেক নজির রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো—সফলতার মূলমন্ত্র হচ্ছে—হার না মানা। বিদ্যুতের মতো সক্রিয় থেকে এগিয়ে চলা দুর্বার গতিতে। খোলা চোখে স্বপ্ন দেখা। সে সাধনায় মনের ভেতরে চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ নেয়া। সবচে' বড়ো কথা হলো হিম্মত রাখা। আর সে মতে চলে, চেষ্টা করে একদিন ঠিকই স্বপ্নের লক্ষ্য ভেদ করে আরো আরো উপরে সমাসীন হওয়া পসিবল। তার জন্যে প্রয়োজন স্বপ্ন সাধনা শক্তি সাহস ও চরম উদ্যমত। কিছু না করলে সফলতার মুখ দেখা যায় না। চেষ্টা না করলে সফল হওয়া সম্ভব না। সব বাঁধা উপেক্ষা করে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছুতে হবে। আর সফলতার সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার মন্ত্র এবং মুক্তোর মতো দামি কথাগুলো আমরা পড়বো "জীবন স্ক্রিপ্টেড নয়"-এর প্রতিটি পৃষ্ঠার ভাঁজে ভাঁজে। সহজ ও সাবলীল ভাষায় সানন্দে।
রাসেল মাহমুদ। নিস্তব্ধতায় গল্প বলা মানুষ। নিস্তব্ধতায় গল্প পড়তে,লিখতে ও গবেষণা করতে ভালোবাসেন।তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী থানাতে ৩ই মার্চ জন্মগ্রহণ করেন।বাবা সোজাউদ্দৌলা এবং মা রাশেদা বেগম। দীর্ঘ সময় নিয়ে কাজ করেছেন ইয়াং জেনারেশনের ছেলে-মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে।সেই সাথে কাজ করেছেন দেশ এবং বিদেশের বিভিন্ন অর্গানাইজেশন এর উপদেষ্টা হিসেবে! তাঁর ইচ্ছে কর্মহীন ছেলে-মেয়েদের নিয়ে কাজ করা এবং তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। লেখালেখির মাধ্যমে ব্যর্থ ছেলে-মেয়েদের অনুপ্রেরণা দেওয়া।প্রতিটা শব্দের মাঝে তুলে ধরেছেন প্রতিটা মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহিত্য নিয়েই কাজ করে পাড়ি দিতে চান। বর্তমানে তিনি মন্ডল ইন্ডাস্ট্রিয়াল গ্ৰুপ অফ কোম্পানির সহকারী প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়েজিত রয়েছেন।