প্রেম, অনুভূতি আর তারুণ্যের আবেগ নিয়ে লিখতে স্বাছন্দবোধ করা লেখক লিয়াকত হোসেন খান সুমন। জন্মসূত্রে ঢাকার অধিবাসী। পিতা জেড, এইচ, মিন্টু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব, মাতা লাইলুন নাহার অবসরপ্রাপ্ত সরকারি ভূমি কর্মকর্তা এবং একমাত্র বড় বোন গৃহিণী। ব্যাংকার স্ত্রী এবং দুই পুত্র সন্তান নিয়ে সংসার।
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল থেকে মাধ্যমিক, তেজগাঁও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বি.বি.এ এবং এম.বি.এ সম্পন্ন করেছেন।
জীবনের দীর্ঘ সময় সঙ্গীত জগৎ এর বাসিন্দা বর্তমানে রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের সাথে পেশাগত ভাবে জড়িত। অনলাইন প্লাটফর্মে লেখালিখির পথ ধরে এই প্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশের প্রয়াস।
আজন্ম প্রিয় কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, কবি হেলাল হাফিজের লেখাও যার অনুপ্রেরণার অন্যতম উৎস।
পাশাপাশি তিনি হুমায়ুন আহমেদ, মাসুদ রানা সিরিজ, ওয়েস্টার্ন এডভেঞ্চার এবং শার্লক হোমসের অন্ধভক্ত।
যার ছোট গল্পগুচ্ছ, অণুকাব্য গ্রন্থ এবং প্রেমের উপন্যাস প্রকাশের প্রক্রিয়াধীন।