সদ্য স্বাধীন বাংলাদেশের গতিমুখ আলোচনা ও ঔৎসুক্যের শেষ নেই। কী ছিল বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন, কীভাবে তিনি গড়তে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে, কৃষি-শিল্প নিয়ে তাঁর ভাবনা কী ছিল, কতদূর সাফল্য পেয়েছিলেন, কোন কোন ক্ষেত্রে অর্জন যথেষ্ট ছিল না, তাঁর রাজনৈতিক তৎপরতার পরম্পরা কীভাবে তাঁকে তৈরি করেছিল-- এসব প্রসঙ্গ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তৃত একটি গবেষণাগ্রন্থ বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন: দারিদ্র্যমুক্ত পরিকল্পিত বাংলাদেশ অভিমুখে।অধ্যাপক এম. এম. আকাশ একজন অর্থনীতিবিদ হিসেবে ইতিহাসের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নদর্শনকে বোঝার চেষ্টা করেছেন।
বঙ্গবন্ধুকে নিয়ে অধিকাংশ রচনায় নির্মোহ বিশ্লেষণের চেষ্টার চেয়ে স্তুতিই বেশি দেখা যায়। তিনি চেয়েছেন ‘মানুষ বঙ্গবন্ধু’কে তাঁর সময়ের প্রেক্ষিতে বিবেচনার একটি পদ্ধতিগত রূপরেখা তৈরি করতে। ফলে বঙ্গবন্ধুর রাজনৈতিক অভিযাত্রার সূচনা থেকে একদম শেষ পর্যন্ত তাঁর চিন্তার বিকাশকে লেখক যেমন ধরতে চেয়েছেন, তেমনি যে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিগুলো দিয়ে বঙ্গবন্ধু রাষ্ট্রটিকে আমূল রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন, তারও একটি প্রাতিষ্ঠানিক মূল্যায়ন তিনি গ্রন্থটিতে হাজির করেছেন। এ বিবেচনায় বলা যায়, বঙ্গবন্ধুর সমাজ ও অর্থনৈতিক ভাবনা বিষয়ে এই গ্রন্থটি হাতে গোণা অল্প কয়েকটি গবেষণা গ্রন্থের একটি বলে বিবেচিত হবে।লেখক এ গ্রন্থটি রচনায় নতুন ও পুরনো অজস্র উপকরণ ব্যবহার করেছেন, প্রয়োজন মোতাবেক সমকালীন অর্থনেতিক গতিধারা বিশ্লেষণ করেছেন, রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে মূল্যায়ন করেছেন এবং এর মাধ্যমে বঙ্গবন্ধুর এমন একটি স্বতন্ত্র মূল্যায়ন হাজির করেছেন যেটি ইতিহাস, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিচারে মৌলিক একটি কাজ হিসেবে বিবেচিত হবে। লেখক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সব পাঠকের জন্য গুরুত্বপূর্ণ তথ্যবহুল এ বই নতুন চিন্তার দুয়ার খুলে দেবে। সূচিপত্র
অধ্যায় ১ : স্বপ্ন: শৈশব থেকে যৌবন ১.১ শৈশব ১.২ কৈশোর-আন্দোলন-সংগ্রাম ১.৩ রাজনীতিতে হাতেখড়ি ১.৪ পাকিস্তানের জন্মলগ্নে বঙ্গবন্ধুর চিন্তার বিকাশ
অধ্যায় ২ : পাকিস্তানে বঙ্গবন্ধুর বিকাশ ২.১ পাকিস্তানপর্বের সূচনালগ্ন ২.২ ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর চিন্তার বিকাশ ভাষাপ্রশ্নে সোহরাওয়ার্দীর সঙ্গে দ্বিমত ২.৪ বঙ্গবন্ধুর জীবনে একটি জলবিভাজক রেখা (Watershed) ‘যুক্তফ্রন্ট নির্বাচন’ ২.৫ পরিণত বয়সে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ২.৬ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ অধ্যায় ৩ : স্বপ্ন: স্বাধীন ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত-শোষণমুক্ত-পরিকল্পিত বাংলাদেশ
৩.১ স্বাধীন বাংলাদেশ: তাৎক্ষণিক প্রয়োজনসমূহ ও বৃহৎ সাংবিধানিক স্বপ্ন ৩.২ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বঙ্গবন্ধু ৩.৩ চার ‘খলিফা’-র পদত্যাগ ও নিঃসঙ্গ বঙ্গবন্ধু ৩.৪ বঙ্গবন্ধু: নিঃসঙ্গ শেরপা ও নতুন চিন্তা ‘বাকশাল’ বা ‘শেষ চেষ্টা’ ৩.৫ বঙ্গবন্ধুর শিক্ষা
অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৮২ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপের সংগেও ঘনিষ্টভাবে সম্পৃক্ত রয়েছেন। নানা বিষয়ে তার নানাধরনের প্রবন্ধ ও রচনা নানা জার্নালে, পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মূল আগ্রহের বিষয়গুলাে হচ্ছে গ্রামীণ আর্থসামাজিক ব্যবস্থা, বিদ্রের রাজনৈতিক অর্থনীতি এবং একবিংশ শতকের নবায়িত সমাজতন্ত্র। তার উল্লেখযােগ্য বইগুলাে হচ্ছে : ‘ভাষা আন্দোলনের শ্রেণীভিত্তি ও রাজনৈতিক প্রবনতাসমুহ (ইউপিএল), বাংলাদেশের অর্থনীতি: অতীত-বর্তমান ও ভবিষ্যত (প্যাপিরাস), বাংলাদেশের অর্থনীতি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণীর পাঠ্য) এবং 'Poverty Reduction Strategies of the International Development Community: The scope for structural change' (CPD). TÓC তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। সম্প্রতি তিনি বিআইডিএস এর সিনিয়র ফেলাে মনােনীত হয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) প্রণয়নের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ প্যানেলের তিনি একজন সদস্য। তিনি বাংলা একাডেমি ও অর্থনীতি সমিতির আজীবন সদস্য।
Bangabandhur Unnayandarshan: Daridryamukta Porikolpito Bangladesh Abhimukhe (Bangabandhu's Development Philosophy: Towards a Poverty- Free Planned Bangladesh) কার্টে যুক্ত হয়েছে