জামিয়া ইসলামিয়া বাবুনগর। শতবর্ষী পুরোনো এক দীনি শিক্ষানিকেতন। বাংলাদেশে দেওবন্দী ধারার শিক্ষা-কার্যক্রম শুরু হয় দারুল উলুম হাটহাজারী প্রতিষ্ঠার মাধ্যমে। দারুল উলুম হাটহাজারীর অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন, বাবুনগর নামক গ্রামের মহান আধ্মাত্যিক পুরুষ, সুফি আজিজুর রহমান রহ.। নিজ বাড়ি-সংলগ্ন একটি মক্তব প্রতিষ্ঠা করেছিলেন তিনি—হাটহাজারী প্রতিষ্ঠারও আগে। .
সুফি সাহেবের ছোট ছেলে মাওলানা হারুন বাবুনগরী রহ. ১৯২৪ খ্রিষ্টাব্দে বাবুনগর মাদরাসা প্রতিষ্ঠা করেন। সেই থেকে ইলমে নববীর ফোয়ারা অবিরত বয়ে চলেছে বাবুনগর নামের গ্রামটিতে। শত শত মনীষী শিক্ষাদান করেছেন এই প্রতিষ্ঠানে, তাদের হাতে গড়ে উঠেছে আরও কত সহস্র মনীষী! .
কালের পালাবদলে শত বছর পেরিয়ে গেছে এই জ্ঞান-কারখানার। এই শত বছরে জামিয়া বাবুনগর যাদের অবদানে গড়ে উঠেছে, যারা নিজের জীবনশোভায় আলোকিত করেছেন প্রতিষ্ঠানের নামকে, তাদের সংক্ষিপ্ত জীবনালোচনার সংকলিত রূপ হচ্ছে, 'মাশায়েখে বাবুনগর'। .
একমুঠোয় শতবর্ষী এই প্রতিষ্ঠান ও তার বুকে গড়ে উঠা মহাপুরুষদের জীবনালেখ্য পেতে হাতে নিন বইটি। পড়ুন, আকাবিরদের জীবনছায়ায় নিজেকে পরিচালিত করুন।