আলোকিত নয়নাভিরাম এই পৃথিবীতে কত চেনা মুখ, কত স্বজন প্রিয়জন। কত মানুষের মুখ প্রতি দিন দেখি আমরা। কিন্তু এত মানুষের ভীড়ের মাঝেও মা বাবার মত প্রিয়জন কি কেউ আছেন আর? তাদের মত করে কেউ নিঃস্বার্থ ভালোবাসায় জড়িয়ে নেয় আমাদের বিশুষ্ক মুখগুলো? তাদের মত করে স্বার্থহীন মমতার হাত বুলিয়ে দেয় আমাদের মাথায়? বস্তুতঃ কেউ নেই। কিছু নেই। মা বাবা নেই তো মনে হবে, দম বন্ধ করা এ পৃথিবীতে আর কেউ নেই। তাদের মত প্রাণের অধিক আপন আর কেউ নেই। এই পৃথিবীর মুখ আমরা দেখেছি মা-বাবার মাধ্যমেই। মা-বাবা ছোট শব্দ, কিন্তু এ দুটি শব্দের সাথে কত যে আদর, স্নেহ, ভালোবাসার গাঢ় গভীর বন্ধন জড়িয়ে রয়েছে তা পৃথিবীর কোনো পরিমাপক যন্ত্র দিয়ে নির্ণয় করা যাবে না। মা-বাবা কতই না কষ্ট করেছেন আমাদের জন্য, না খেয়ে থেকেছেন, অনেক সময় ভালো পোশাকও পরিধান করতে পারেননি, কত না সময় বসে থাকতেন সন্তানের অপেক্ষায়। কত শখ আহলাদ, আমা প্রত্যাশা আর স্বপ্ন স্বাদকে বিসর্জন দিয়েছেন মা বাবা। আমাদের জন্য। শুধুই আমাদের জন্য। এমন দরদি মা বাবা যাদের ছেড়ে চির দিনের জন্য চলে গিয়েছেন, তারাই বোঝেন মা বাবা কত বড় সম্পদ। যেদিন থেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন সেদিন থেকে মনে হয় কী যেন হারিয়ে গেল, সেদিন থেকে বুকটা হঠাৎ হঠাৎ কেঁপে কেঁপে ওঠে, চোখ থেকে বৃষ্টির মতো অঝোর ধারায় পানি ঝরে। জানি, শান্তনার এমন কোনো বাণী নেই যা মাতা পিতার অভাবকে পূরণ করতে পারে। মাতা পিতার স্নেহের পরশ পৃথিবীতে আর কোথাও কেউ দিতে পারে না।
মুহাম্মদ আলীনুর ইসলাম ২৬ এপ্রিল ২০০৪ সালে চুয়াডাঙ্গা জেলার সদর থানার পিরোজখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে লেখক, প্রকাশক ও ইসলামি চিন্তাবিদ। তিনি শৈশব থেকেই সাহিত্যানুরাগী। মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার ইচ্ছা থেকেই ইসলাম নিয়ে পড়াশুনা এবং লেখালেখি শুরু করেন এই তরুন লেখক। তার স্বরচিত প্রথম ইসলামিক বই ❝পিউরিফিকেশন অব দ্য লাভ।❞ তার সবচেয়ে প্রিয় নেশা বই পড়া তাই তিনি সময় পেলেই বইয়ের মধ্যে ডুব দেন এবং তার শখ ধর্মতত্ত্ব নিয়ে লেখালেখি করা এবং দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করা।